অ্যাপশহর

এবার নায়াগ্রাতেও দীপাবলি!

বিদেশের মাটিতে দীপাবলির আয়োজন, এই প্রথম।

EiSamay.Com 6 Oct 2018, 4:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এবার সুদূর আমেরিকাতেও ধুমধাম করে পালিত হবে দীপাবলির উত‍সব। কানাডার সবচেয়ে আকর্ষণীয় নায়াগ্রা ফলসে আয়োজন করা হবে আলোর উত্‍সবের রোশনাই। পোড়ানো হবে প্রচুর আতসবাজিও।
EiSamay.Com nayagra


বিদেশের মাটিতে দীপাবলির আয়োজন, এই প্রথম। ইন্দো-কানাডিয়ান আর্ট কাউন্সিলের উদ্যোগে বিশ্বের পর্যটকদের কথা মাথায় রেখে এবার নায়াগ্রা ফলসকে সাজানো হবে দীপাবলির সাজে। নায়াগ্রা পার্ক কমিউশনের সঙ্গে কথা বলে সেই উত্‍সবের গায়ে গা মেলাতে সবরকম আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

ICAC-র ডিরেক্টর আজয় মোদী জানিয়েছেন, বিষয়টা বেশ গর্বের। রোমাঞ্চকরও বটে। থাকবে সিনিক ব্যাকড্রপও। দীপাবলির দিন কানাডাকে একটি পর্যটক ডেস্টিনেশন বানানোটাই উদ্দেশ্য। আর সেটাই করতে চলেছি আমরা।

এবছর, ৭ নভেম্বর দীপাবলি পালিত হবে। কিন্তু কানাডায় এ বছর ১৪ অক্টোবর পালন করা হবে। কারণ, নভেম্বর মাসে কানাডায় অত্যাধিক ঠান্ডা পড়ে যায়। প্রচন্ড ঠান্ডায় নায়াগ্রা পুরু বরফাবৃত হয়ে থাকে। সেই সময় পর্যটকদের আকর্ষণ অনেকটাই কমে যায়।

জানা গিয়েছে, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী, দীপাবলির দিন নায়াগ্রা পার্কে রামলীলার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ১২ থেকে ১৩ অক্টোবর দিনটিকে একটি নির্দিষ্ট দীপাবলির দিন হিসেবে আয়োজন করার কথা উঠেছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল