অ্যাপশহর

ISIS-যোগ? নিশ্চিত হতে FBI দপ্তরে জঙ্গি রক্তের নমুনা

ঢাকার গুলশানের একটি নামী রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহত ৬ জঙ্গির রক্ত ও চুলের নমুনা FBI-এর হাতে দিল বাংলাদেশ পুলিশ।

EiSamay.Com 22 Jul 2016, 7:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ঢাকার গুলশানের একটি নামী রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহত ৬ জঙ্গির রক্ত ও চুলের নমুনা FBI-এর হাতে দিল বাংলাদেশ পুলিশ। শুক্রবারই এই নমুনা পরীক্ষার জন্য FBI-এর হাতে তুলে দেওয়া হয়েছে।
EiSamay.Com dhaka terror attack blood and hair samples of six islamist militants handed over to fbi
ISIS-যোগ? নিশ্চিত হতে FBI দপ্তরে জঙ্গি রক্তের নমুনা


সম্প্রতি গুলশানের এই জঙ্গি হামলায় ২২ জনের মৃত্যু হয়। নিহতদের অধিকাংশই ছিলেন বিদেশি। সাম্প্রতিক অতীতে বাংলাদেশে এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলা। ইসলামিক স্টেট এই ঘটনার দায় নিলেও, তদন্তকারীরা এখনও নিশ্চিত নন। বাংলাদেশ পুলিশ স্থানীয় ইসলামিক জঙ্গিদেরই সন্দেহের তালিকায় রেখেছে।

ডেপুটি কমিশনার মাসিদুর রহমান জানান, নিহত সন্দেহভাজন জঙ্গিদের রক্ত ও চুলের নমুনা পরীক্ষা করাতে ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে তুলে দেওয়া হয়েছে।

গত ১ জুলাই গুলশান হামলার পরপরই মার্কিনসচিব জন কেরি শেখ হাসিনাকে ফোন করে সহযোগিতার প্রস্তাব দেন। সেসময়েই এফবিআইকে দিয়ে তদন্ত করানোর বিষয়টি উঠেছিল।

ঢাকা মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সোহেল মেহমুদ জানান, নিহত জঙ্গিদের দেহ থেকে ২০ এমএল করে রক্ত নেওয়া হয়েছে। হামলার আগে আততায়ীরা ক্যাপটাগনের মতো আম্ফেটামাইন-বেস মেডিসিন নিয়েছিল কি না, মূলত সেটাই পরীক্ষা করে দেখবে FBI। 'সুপার সোলজার' বানাতেই ইসলামিক স্টেটের জঙ্গিরা এ ধরনের মেডিসিন প্রয়োগ করে। গুলশান হামলার সঙ্গে আদৌ আইসিসের যোগসূত্র রয়েছে কি না, সে সম্পর্কে নিশ্চিত হতেই FBI-কে দিয়ে পরীক্ষা করানো হচ্ছে। যদিও বাংলাদেশ পুলিশের দাবি, আইসিসের নামে এই হামলা চালিয়েছে জামাতউল মুজাহিদন (JMB)। নিহত ৬ জনের মধ্যে একজনের পরিচয় নিয়ে যদিও পুলিশের ধন্দ কাটেনি। জঙ্গি সন্দেহে নিহত সইফুল চৌকিদার গুলশানের ওই রেস্তোরাঁরই শেফ।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল