অ্যাপশহর

BREXIT রায় মাথায় নিয়ে ক্যামেরনের পদত্যাগ

গণভোটের ফলাফলের দায় স্বীকার করে পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে আগামী ৩ মাস তিনি দায়িত্বে থাকছেন।

EiSamay.Com 24 Jun 2016, 1:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গণভোটের ফলাফলের দায় স্বীকার করে পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে আগামী ৩ মাস তিনি দায়িত্বে থাকছেন।
EiSamay.Com david cameron announces resignation as britain exists eu
BREXIT রায় মাথায় নিয়ে ক্যামেরনের পদত্যাগ


বৃহস্পতিবার ব্রেক্সিট-এর ফলাফলের জেরে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। জনগণের মত মাথা পেতে নিয়ে শুক্রবার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে আগামী তিন মাস পর্যন্ত কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বহাল থাকছেন বলেও জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ধরে রাখার জন্য গত কয়েক মাস যাবত জোরদার প্রচার চালানো সত্ত্বেও তাঁর সমর্থনে জনমত গড়ে তুলতে পারেননি বলে স্বীকার করেছেন ক্যামেরন। এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, 'আমার জানা সেরা অস্ত্র- মস্তিষ্ক, হৃদয় ও মন প্রয়োগ করে প্রচার চালিয়েছি। আগামী সপ্তাহগুলিতে জাহাজ সামলানোর জন্য যা কিছু করার তা করব, কিন্তু এভাবে চালিয়ে যাওয়ায় লাভ নেই।'

প্রধানমন্ত্রী জানান, 'গণভোটের ফলাফল দেশবাসীর ইচ্ছাকে প্রতিফলিত করেছে। দেশের জন্য নয়া নেতৃত্ব প্রয়োজন। আমার এই পদে থাকা আর উচিত নয়। নয়া নেতৃত্ব কার্যভার গ্রহণ করা পর্যন্ত আপাতত ৩ মাস দায়িত্ব সামলাব।'

ব্রেক্সিট ফলাফলের জেরে ক্যামেরন জানিয়েছেন, 'ইউরোপীয় ইউনিয়নের বাইরেও ব্রিটেন টিকে থাকবে। মতামত যখন পাওয়াই গিয়েছে, এবার আমাদের অস্তিত্ব রক্ষার সেরা পথ বেছে নিতে হবে।'

নিজের সিদ্ধান্তের পক্ষে তিনি জানান, আপোসের মাধ্যমে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার মতো 'অধিনায়ক' তিনি নন। পাশাপাশি জানান, 'আজ এক নতুন পথচলা শুরু হল এবং এবার তার সুফল কীভাবে পাওয়া যাবে, ইউরোপীয় হিসেবে আমাদেরই তা ঠিক করতে হবে।'

এদিকে ব্রিটিশ গণভোটের রায় জানার পর বিশ্বজুড়ে ধস নেমেছে শেয়ার বাজারে। এদিন ব্রিটিশ স্টক মার্কেটে পতন হয়েছে ৭.৭%। প্যারিস শেয়ার বাজারে পতনের হার ৮%। ভিয়েনা স্টক এক্সচেঞ্জেও প্রভাব ফেলেছে ব্রেক্সিট-এর ফল, সেখানে পতনের হার ১০%।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে জানিয়েছেন, ব্রিটেনের জনমত তাঁকে হতাশ করেছে। তবে এই সিদ্ধান্ত ব্রাসেলসের উন্নয়নের পুরস্কার হিসেবে দেখার আবেদন জানিয়েছেন তিনি।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল