অ্যাপশহর

নায়াগ্রার উপরে কপ্টার থেকে দাঁতে ঝুলে রেকর্ড

নীচে নায়াগ্রা জলপ্রপাত৷ প্রচণ্ড হাওয়ায় মাটিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকাই মাঝেমাঝে কঠিন হয়ে পড়ে৷

EiSamay.Com 20 Jun 2017, 1:07 pm
নিউ ইয়র্ক: নীচে নায়াগ্রা জলপ্রপাত৷ প্রচণ্ড হাওয়ায় মাটিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকাই মাঝেমাঝে কঠিন হয়ে পড়ে৷ তার মধ্যে তিনি ৩০০ ফুট উঁচুতে এক হেলিকপ্টার থেকে ঝুলছেন , মাঝেমাঝে কসরতও করছেন , তা -ও কিচ্ছুটি না ধরে৷ হেলিকপ্টারের সঙ্গে যোগসূত্র বলতে তাঁর দাঁত৷ হ্যাঁ৷
EiSamay.Com daredevil hangs by teeth over niagara falls setting record
নায়াগ্রার উপরে কপ্টার থেকে দাঁতে ঝুলে রেকর্ড


আকাশযানটি থেকে নেমে আসা এক মোটা দড়ির সঙ্গে যুক্ত লোহার মাউথপিস কামড়ে নায়াগ্রার ৩০০ ফুট উপরে প্রায় আট মিনিট ধরে ঝুলন্ত অবস্থায় থেকে নতুন বিশ্বরেকর্ড তৈরি করলেন অ্যাক্রোব্যাট এরেন্ডিরা ওয়ালিন্ডা৷ মাটি থেকে তোলা ছবিতে হেলিকপ্টার থেকে ঝুলন্ত এরেন্ডিরাকে একটা বিন্দুর মতো দেখালেও , প্রবল হাওয়ায় ভারসাম্য রক্ষা অসম্ভব কঠিন হলেও বৃহস্পতিবার দুঃসাহসী এই কাণ্ড ঘটানোর পরে বছর ছত্রিশের ওই তরুণী বলেন , ‘সুন্দর এবং অসাধারণ একটা অভিজ্ঞতা হল৷ ’

এরেন্ডিরার স্বামী নিক ওয়ালিন্ডাও দুঃসাহসী স্টান্টের জন্য বিখ্যাত৷ স্বামীই তাঁর অনুপ্রেরণা৷ বস্ত্তত , মিসৌরির সিলভার ডলার সিটিতে এ ভাবে হেলিকপ্টার থেকে ঝুলে ২০১১ -য় বিশ্বরেকর্ড তৈরি করেছিলেন নিক৷ এরেন্ডিরা অবশ্য সেই রেকর্ড ভেঙেছেন৷ কারণ নিক ছিলেন মাটি থেকে ২৫০ ফুট উপরে আর এরেন্ডিরা ৩০০ ফুট৷ তরুণীর কথায় , ‘আমি কখনও স্বপ্ন দেখা থামাই না৷ সেই সঙ্গে ভাবতে থাকি যে কী কী আমি করতে পারি৷ এ ব্যাপারে স্বামীই আমার অনুপ্রেরণা৷ ওঁকে দেখে মনে হয় যে কোনও পুরুষ করতে পারলে একজন মহিলাও এগুলো করার ক্ষমতা রাখেন৷ ’ বৃহস্পতিবার এরেন্ডিরার ওই ‘স্টান্ট ’-এর সময় নিক ছিলেন সহযোগীর ভূমিকায়৷ হেলিকপ্টার থেকে অর্ধেক শরীর বাইরের দিকে ঝুলিয়ে স্ত্রীর সঙ্গে পাইলটের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছেন নিক৷ নায়াগ্রা কাউন্টি লেজিসলেচার এই ‘স্টান্ট ’-এর খরচ দিয়েছে৷

এ জন্য ৩৫ হাজার ডলার ব্যয় হয়েছে৷ এরেন্ডিরা যে এমন একটি দুঃসাহসী কাজ করতে চলেছেন , সেটা জাতীয় সংবাদমাধ্যমে শিরোনাম হলেও খুব বেশি মানুষ তা দেখতে ভিড় জমাননি এদিন৷ ঠিক পাঁচ বছর আগে এই দিনেই নায়াগ্রার উপর দিয়ে দড়িতে হেঁটে হাজার হাজার দর্শকের বাহবা কুড়িয়েছিলেন নিক৷ টেলিভিশনে তা সরাসরি দেখানোও হয়েছিল৷ নিক ও এরেন্ডিরা দু’জনের পরিবারই সেই ১৯৪০ থেকে দুঃসাহসী স্টান্ট করে বিশ্বরেকর্ড তৈরি করেছেন৷ সার্কাসেও ঝুঁকির খেলা দেখিয়েছেন তাঁরা৷ নানা সময়ে বিপদের মুখেও পড়েছেন তাঁরা৷ এ বছর ফেব্রুয়ারিতে উঁচুতে বাঁধা দড়ির উপরে নিক -সহ আটজন একটি মানব পিরামিড তৈরি করেছিলেন৷ সেখান থেকে পড়ে আহত হন অনেকে৷ ১৯৭৮ -এ নিকের প্রপিতামহ কার্ল ওয়ালিন্ডা দু’টি হোটেলের মাঝে বাঁধা দড়ির উপর দিয়ে হাঁটতে গিয়ে পড়ে মারা যান ৭৩ বছর বয়সে৷

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল