অ্যাপশহর

​'ট্র্যাফিক জ্যাম'-এ নাকাল এবার এভারেস্টও!

হ্যাঁ, মাউন্ট এভারেস্টে ব্যাপক ট্র্যাফিক জ্যামের আশঙ্কা করছে নেপাল প্রশাসন।

EiSamay.Com 16 Apr 2017, 6:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ট্র্যাফিক জ্যামে ফেঁসে গন্তব্যে পৌঁছতে দেরির সমস্যা আমাদেরই প্রত্যেককেই ঝেলতে হয় প্রায়ই। বিশ্বাস করুন, শুধু আমার আপনার শহরেই নয়, পৃথিবীর উচ্চতম পর্বতেও শান্তি নেই! হ্যাঁ, মাউন্ট এভারেস্টে ব্যাপক ট্র্যাফিক জ্যাম।
EiSamay.Com crowds on mt everest nepal braces for traffic jam
​'ট্র্যাফিক জ্যাম'-এ নাকাল এবার এভারেস্টও!


নেপাল পর্যটন দপ্তর সূত্রের খবর, এই মরশুমে এভারেস্টে পর্বতারোহীর সংখ্যা আরও বেড়েছে। প্রায় ৪০০ পর্বতারোহী এভারেস্ট পাড়ি দিচ্ছেন। এছাড়া ওই পর্বতারোহীদের সঙ্গে রয়েছেন প্রচুর শেরপাও। সেই সংখ্যাটাও নিছক কম নয়। কম-বেশি ১ হাজার। ফলে এভারেস্টের পথে তৈরি হয়েছে বড়সড় লাইন। পর্বতারোহীরা অন্তত মাস খানেক আগে পৌঁছে গিয়েছেন বেস ক্যাম্পে।

৫ বার এভারেস্ট ছোঁয়া সোনম শেরপা 'TOI'-কে বলেন, 'আবহাওয়া পরিষ্কার থাকলে প্রত্যেকেই তাড়াতাড়ি শৃঙ্গে পৌঁছতে চান। একদিনে কতজন পর্বতারোহী পাড়ি দিতে পারেন, তার তো কোনও নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া নেই। তাই এ বছর ট্র্যাফিক জ্যামের সম্ভাবনা প্রবল। বিশেষ করে যাঁরা নামবেন, তাঁদের কাছে তো অক্সিজেনের মজুত কমে যায়। চরম ক্লান্তও থাকেন। প্রাণবাজি রাখতে হয়। স্বাভাবিক ভাবেই তাঁদের নামতে দেরি হবে।'

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল