অ্যাপশহর

আরও ভয়ঙ্কর সংক্রমণ! শুধু মানুষই না, করোনায় আক্রান্ত হচ্ছে বন্য প্রাণীরাও

করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা.... সংক্রমণের নয়া শক্তিশালী মিউট্যান্ট সৃষ্টি হওয়ার মাঝে গবেষকদের নয়া রিপোর্টে তৈরি হয়েছে আশঙ্কা... অজানা উপায়ে করোনায় সংক্রমিত বন্যপশুরাও...

EiSamay.Com 4 Aug 2021, 3:50 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার একের পর এক মিউট্যান্ট ও ঢেউয়ের ছোবল সামলাতে দিশেহারা মানুষ। বিশ্ব জুড়ে ত্রাস সংক্রমণ। প্রতিষেধক আবিষ্কারের পরও নেই সমাধান। উলটে প্রতিদিনই আশঙ্কা বাড়িয়ে সামনে আসছে কোনও না কোনও নতুন তথ্য। নয়া গবেষণা রিপোর্টে প্রকাশ, মার্কিন প্রদেশের বিখ্যাত white-tailed deer-এর শরীরেও থাবা বসিয়েছে সংক্রমণ! এক তৃতীয়াংশ white-tailed deer-এর নমুনা পরীক্ষায় মিলল SARS-CoV-2 অ্যান্টিবডি। যার থেকে অনুমান এই সাদা লেজের হরিণ প্রজাতি কখনও না কখন, কোনওভাবে SARS-CoV-2 অর্থাৎ করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন।
EiSamay.Com coronavirus


মানুষের সঙ্গে সঙ্গে পশুদের শরীরে করোনা সংক্রমণের উদাহরণ এর আগেও দেখা গিয়েছে। ভারতের হায়দরাবাদ, জয়পুর, চেন্নাইয়ের চিড়িয়াখানায় সিংহের শরীরে মিলেছিল SARS-CoV-2 সংক্রমণ। সেক্ষেত্রে তাঁদের মানুষের সংস্পর্শে আসার সম্ভাবনা থেকে আশঙ্কা করা হয়েছিল হয়ত মানুষের থেকেই সংক্রমিত হয়েছে পশুগুলি। কিন্তু white-tailed deer-এর মতো বন্য প্রাণীর শরীরে করোনা সংক্রমণ সত্যিই আশঙ্কার। reservoirs হিসেবে ছড়িয়ে পড়া SARS CoV-2 virus এইভাবে পশু থেকে ফের ছড়িয়ে পড়তে পারে মানুষের মধ্যেও। এছাড়া পশুর শরীরে এই ভাইরাস নিজের প্রকৃতি বদলে প্রতিষেধক নেওয়ার পরও মানুষের জন্য হয়ে উঠতে পারে মারণ। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে গবেষকরা মিশিগান, পেনসিলভেনিয়া, নিয় ইয়র্কের মতো জায়গা থেকে ৩৮৫ বন্য প্রাণীর রক্তের নমুনা সংগ্রহ করে। তার মধ্যে ১৫২ নমুনাতেই সংক্রমণ থেকে সেরে ওঠার পরে শরীরে যে অ্যান্টি বডি তৈরী হয় তার উপস্থিতি মিলেছে।

প্রসঙ্গত,চলতি মাসেই ধেয়ে আসছে করোনার Third wave! এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, অগাস্ট মাসে ফের একবার ঊর্ধ্বমুখী হবে করোনার গ্রাফ। এক থেকে দেড় লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, হায়দরাবাদ IIT-র গবেষক মাথুকুমাল্লি বিদ্যাসাগর এবং IIT কানপুরের মনীন্দ্র আগরওয়াল জানাচ্ছেন, তৃতীয় ঢেউয় শিখর ছোঁবে আগামী অক্টোবরে।

মাথুকুমাল্লি বিদ্যাসাগরের মতে কেরালা এবং মহারাষ্ট্রে ফের নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটাই তৃতীয় ঢেউয়ের প্রথম লক্ষণ বলে মনে করছেন তিনি। দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়ংকর হবে এবারের পরিস্থিতিও। এবারেও চার লাখের কাছাকাছি পৌঁছতে পারে দৈনিক সংক্রমণ। গাণিতিক মডেলের উপর ভর করেই এই হিসেব দিচ্ছেন গবেষকরা। মাথুকুমাল্লি বিদ্যাসাগর আরও বলেন, 'আর কয়েকদিনের মধ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়ে যাবে দেশে। এক সপ্তাহ আগেও এই অনুমান করা সম্ভব হয়নি। কিন্তু, মহামারী দ্রুত তার গতিবিধি বদলাচ্ছে।'করোনার তৃতীয় ঢেউ নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, লকডাউন সম্পর্কিত বিধিনিষেধে শিথিলতা এবং করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট, এই দুই কারণের জন্য তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। টিকা নেওয়ার বিষয়ে বিশেষ জোর দিয়েছেন AIIMS-এর ডিরেক্টর।
প্রসঙ্গত,চলতি মাসেই ধেয়ে আসছে করোনার তৃতীয় ঢেউ (Third wave)! এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, অগাস্ট মাসে ফের একবার ঊর্ধ্বমুখী হবে করোনার গ্রাফ। এক থেকে দেড় লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, হায়দরাবাদ IIT-র গবেষক মাথুকুমাল্লি বিদ্যাসাগর এবং IIT কানপুরের মনীন্দ্র আগরওয়াল জানাচ্ছেন, তৃতীয় ঢেউয়ের শিখর ছোঁবে আগামী অক্টোবরে।

মাথুকুমাল্লি বিদ্যাসাগরের মতে কেরালা এবং মহারাষ্ট্রে ফের নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটাই তৃতীয় ঢেউয়ের প্রথম লক্ষণ বলে মনে করছেন তিনি। দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়ংকর হবে এবারের পরিস্থিতিও। এবারেও চার লাখের কাছাকাছি পৌঁছতে পারে দৈনিক সংক্রমণ। গাণিতিক মডেলের উপর ভর করেই এই হিসেব দিচ্ছেন গবেষকরা। মাথুকুমাল্লি বিদ্যাসাগর আরও বলেন, 'আর কয়েকদিনের মধ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়ে যাবে দেশে। এক সপ্তাহ আগেও এই অনুমান করা সম্ভব হয়নি। কিন্তু, মহামারী দ্রুত তার গতিবিধি বদলাচ্ছে।'করোনার তৃতীয় ঢেউ নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, লকডাউন সম্পর্কিত বিধিনিষেধে শিথিলতা এবং করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট, এই দুই কারণের জন্য তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। টিকা নেওয়ার বিষয়ে বিশেষ জোর দিয়েছেন AIIMS-এর ডিরেক্টর।

পরের খবর