অ্যাপশহর

করোনা মোকাবিলায় ৮৩০ কোটি ডলারের চুক্তিতে সই ট্রাম্পের

করোনা সামলাতে মোটা অর্থ বরাদ্দ করল আমেরিকা। শুক্রবার ৮৩০ কোটি মার্কিন ডলারের একটি জরুরি বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় করোনা প্রাণ কেড়েছে ১২ জনের। আক্রান্ত ২০০ ছাড়িয়েছে।

EiSamay.Com 7 Mar 2020, 5:13 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আমেরিকায় করোনার ভয়াল থাবা মোকাবেলায় ৮৩০ কোটি মার্কিন ডলারের একটি বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় মুদ্রায় ৬১ হাজার ৪১৭ কোটি ৫১ লক্ষ টাকা।
EiSamay.Com httpscdni.rt_.comfiles2020.03xxl5e626a9020302730147841dd


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রে খবর, মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে ৮.৩ বিলিয়ন ডলার বরাদ্ধের একটি বিল বৃহস্পতিবারই পাস হয়েছে। শুক্রবার তাতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় ৮৩০ কোটি মার্কিন ডলার যথেষ্ট বলে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার পর্যন্ত সেখানে করোনায় ২০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১২ জনের।

করোনার কারণে ইতিমধ্যে মার্কিন শেয়ারবাজারে ধস নেমেছে। জরুরি অবস্থা জারি হয়েছে ক্যালিফোর্নিয়া-ফ্লোরিডায়। অধিকাংশ প্রদেশেই ট্রাভেল নিষিদ্ধ করা হয়েছে। অনেকেরই আশঙ্কা, করোনায় চিনের মতোই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে আমেরিকায়।

চিনের বাইরে বাকি বিশ্বে ১৭ গুণ বেশি গতিতে ছড়াচ্ছে কভিড-১৯ (করোনাভাইরাস)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। করোনা প্রতিরোধে প্রতিটি দেশকে যথাযথ পদক্ষেপ করার আর্জি জানিয়েছে হু।

হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস এদিন বলেন, ‘যে ভাবে হোক করোনাভাইরাসকে ঠেকাতে হবে। এটা আত্মসমর্পণের সময় নয়। কোনও অজুহাতের সময় নয়। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে।’

চিনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুমিছিল অব্যাহত। প্রাণঘাতী এই ভাইরাসে চিনে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু চিনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪২। আর বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৩৮৫।

বৃহস্পতিবার চিনের মূল ভূখণ্ডে নতুন করে আরও ১৪৩ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে, গবেষকদের দাবি, চিনে করোনাভাইরাস সংক্রমণের হার অনেকটাই কমে এসেছে। বিশেষ করে, ভাইরাসটির উৎস হুবেই প্রদেশের বাইরে।

বৃহস্পতিবার হুবেইতে মারা গিয়েছেন আরও ২৯ জন। এর মধ্যে উহান শহরে মৃত্যু হয়েছে ২৩ জনের। চিনে এ পর্যন্ত ৮০ হাজার ৫৫২ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।

গত বছরের ডিসেম্বরে চিনের হুবেই থেকে ছড়াতে শুরু করে করোনাভাইরাস। ২০০৩ সালে সার্সের ভয়াবহতাও ছাড়িয়ে গিয়েছে করোনায়। সার্সের কারণে মৃত্যু হয়েছিল ৭৭ জনের। আর করোনায় এরই মধ্যে ৩ হাজার ৩৮৫ জন মানুষের মৃত্যু হয়েছে। চিন-সহ বিশ্বের ৯০টি দেশে ছড়িয়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল