অ্যাপশহর

Death in Coronavirus in World করোনার গ্রাসে বিশ্ব LIVE: বাংলাদেশে নতুন করে আক্রান্ত ২৮৩৮

গোটা বিশ্বে ঝড়ের গতিতে বেড়ে চলেছে করোনাভাইরাস। আমেরিকা, ব্রাজিল, ইতালি, ফ্রান্স-সহ বিভিন্ন জায়গায় পরিস্থিতি খুবই খারাপ। ক্রমে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। একনজরে দেখে নেব গোটা বিশ্বের চিত্র।

EiSamay.Com 5 Jun 2020, 8:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে থাবা আরও চওড়া হচ্ছে করোনাভাইরাসের। আমেরিকা, ব্রাজিল-সহ বিভিন্ন জায়গায় পরিস্থিতি খুবই খারাপ। লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। একনজরে দেখে নেব গোটা বিশ্বের চিত্র।
EiSamay.Com corona-EIS-World
বিশ্বের চিত্র।


--ইরানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৮৮৬ জন। মৃত্যু হল আরও ৬৩ জনের। এই নিয়ে সে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৬৭ হাজার ১৫৬। মোট মৃতের সংখ্যা ৮১৩৪ জন।

--রাশিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮৭২৬ জন। মৃত্যু হল আরও ১৪৪ জনের।

--বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৮৩৮ জন। মৃত্যু হল আরও ৩০ জনের। এই নিয়ে সে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬০ হাজার ৩৯১। মোট মৃতের সংখ্যা ৮১১ জন। এরই মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন প্রায় ১২ হাজার ৮০৪ জন।

---পাকিস্তানে রেকর্ড ৪,৮৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৮৩৮।

---ইতালিকে পেরিয়ে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলির তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টা সেখানে করোনায় মৃত্যু হয়েছে ১,৪৭৩ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪,০২১ জন।

---পেরুতে করোনায় মৃত্যু ছাড়াল ৫০০০।

---করোনায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১৮,৭০,১৫৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৮৭৬ জন।

পরের খবর