অ্যাপশহর

বুগাটি, বেন্টলে, ল্যামবর্ঘিনি! দুবাই পুলিশ যে যে গাড়ি চড়ে

মরুশহরে কোনও দুষ্কৃতী যদি অপরাধ করে পালানোর কথা ভাবে এবং সেটাও যদি হয় সড়কপথে তবে তার আর পালানো হবে না। কারণ তার পিছনে পুলিশ ধেয়ে আসবে বুহাটি ভেরন বা অ্যাস্টন মার্টিন নিয়ে!

EiSamay.Com 28 May 2016, 7:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সব দেশেই পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের একটা পার্থক্য থাকে। এক দল পালায়, আর এক দল ধাওয়া করে। সাধারণত পালানোর দলে দুষ্কৃতীরাই বেশি থাকে। এ দেশেও এর অন্যথা হয় না। পুলিশের সঙ্গে অপরাধীদের এই ‘মধুর’ সম্পর্ক বিদ্যমান। এ দেশেও অপরধীরা পালায়, তবে এমন গাড়িতেই পালায় যে পুলিশ তার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারে না। হবে নাই বা কেন! দুষকৃতীরা পালায় অত্যাধুনিক গাড়িতে, আর পুলিশ ধাওয়া করে ছ্যাঁকরা গাড়িতে। বড়জোর দেশীয় এসইউভি থাকে।
EiSamay.Com complete list of exotic cars in dubai police s garage
বুগাটি, বেন্টলে, ল্যামবর্ঘিনি! দুবাই পুলিশ যে যে গাড়ি চড়ে


কিন্তু দুবাইতে চিত্রটা একেবারে উল্টো। এই মরুশহরে কোনও দুষ্কৃতী যদি অপরাধ করে পালানোর কথা ভাবে এবং সেটাও যদি হয় সড়কপথে তবে তার আর পালানো হবে না। কারণ তার পিছনে পুলিশ ধেয়ে আসবে বুহাটি ভেরন বা অ্যাস্টন মার্টিন নিয়ে! আজ্ঞে হ্যাঁ। সম্প্রতি দুবাই পুলিশ তাদের গাড়ির একটি তালিকা প্রকাশ করেছে, যে গুলি শহরের রাস্তায় টহল দিতে বা স্রেফ গ্যারাজেই শোভা পাচ্ছে।

দেখে নিন সেই তালিকা:


১. অ্যাস্টন মার্টিন ওয়ান ৭৭


২. অডি R8


৩. বেন্টলে কন্টিনেন্টাল জিটি


৪. বিএমডব্লিউ i8


৫. বিএমডব্লিউ M6


৬. মার্সেডিজ বেঞ্জ G63 AMG


৭. বুগাটি ভেইরন


৮. শেভ্রোলে কামারো


৯. ফেরারি FF


১০. ফোর্ড মাস্টাং


১১. ল্যামবর্ঘিনি অ্যাভেন্টাডোর


১২. লেক্সাস RC F


১৩. ম্যাকলারেন MP4-12C


১৪. মার্সেডিজ বেঞ্জ SLS AMG


১৫. নিসান GT-R

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল