অ্যাপশহর

ব্রেটের বিরুদ্ধে অভিযোগ

কমিটির কাঠগড়ায় ব্রেট, সুর বদল ট্রাম্পেরও ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বিচারপতি ব্রেট কাভানভের সময়টা বিশেষ ভালো যাচ্ছে না। ইতিমধ্যেই তিন ...

EiSamay.Com 28 Sep 2018, 9:00 am

কমিটির কাঠগড়ায় ব্রেট, সুর বদল ট্রাম্পেরও

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বিচারপতি ব্রেট কাভানভের সময়টা বিশেষ ভালো যাচ্ছে না। ইতিমধ্যেই তিন মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। তার মধ্যে প্রথম অভিযোগকারিনী, ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ক্রিস্টিন ব্লাসে ফোর্ড মার্কিন সেনেটের জুডিশিয়ারি কমিটির সামনে ব্রেটের বিরুদ্ধে বিবৃতি দিতে রাজি হয়েছেন। বিবৃতিতে তিনি কী বলতে চলেছেন, তার খসড়া বুধবারই সামনে এসেছেন। তাতে যা শোনা যাচ্ছে, তা ব্রেটের পক্ষে খুব একটা সুখকর নয়। ব্রেট অবশ্য সব অভিযোগই অস্বীকার করবেন। তাঁর সম্ভাব্য বিবৃতির খসড়া তেমনই বলছে। কিন্তু অস্বীকার করেও বিশেষ সুবিধা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, ব্রেটের মনোনয়নের বিষয়টি প্রয়োজনে পুনর্বিবেচনা করতে পারেন তিনি।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় শুনানি শুরু হওয়ার কথা। চলবে ঘণ্টা পাঁচেক। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিবৃতির পর প্রফেসর ফোর্ড প্রথম বক্তব্য রাখবেন। কমিটির ২১ জন সেনেটরকে প্রশ্ন করার জন্য মিনিট পাঁচেক সময় দেওয়া হবে। অধ্যাপক ফোর্ড ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রেট কাভানভ ঘরে ঢুকবেন। তাঁর বিবৃতির পরও একইভাবে চলবে প্রশ্নোত্তর পর্ব।

অভিযোগকারিনী ফোর্ড প্যানেলে বলবেন, 'কাভানভ সুপ্রিম কোর্টের পদে বসার যোগ্য কি না, তা নির্ধারণ করা আমার দায়িত্ব নয়, আমার দায়িত্ব সত্যিটা সামনে আনা। ব্রেটের হেনস্থা আমার জীবনটাকে আমূল বদলে দিয়েছিল। অনেক দিন পর্যন্ত আমি ভয়ে, লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি।' ফোর্ডের দাবি, স্কুলে পড়ার সময় একটা পার্টিতে মদ খেয়ে কাভানভ তাঁর পোশাক খুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁকে জড়িয়ে ধরে অশালীন আচরণ করেছিলেন। ১৯৮২-তে ওয়াশিংটনের একটি বাড়িতে একটি ছোট জমায়েত ছিল। ফোর্ডের অভিযোগ, সেখানে কাভানভ ও তাঁর বন্ধু মার্ক তাঁকে একটি বেডরুমে আটকে রেখেছিল। ফোর্ডের কথায়, 'মদ খেয়ে ওরা অসভ্যের মতো হাসছিল। আমার তো মনে হচ্ছিল ব্রেট বুঝি আমাকে ধর্ষণই করবে। ও আমার মুখ চেপে ধরেছিল, তাতে আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল ব্রেট বুঝি আমাকে মেরেই ফেলবে। আমি নিজেকে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম, আর যাই হোক ব্রেট আমাকে ধর্ষণ তো করেনি। আমি এটা থেকে বেরিয়ে আসতে পারব, নিজেকে বোঝাতে পারব, আদতে কিছুই ঘটেনি।'

কাভানভ অবশ্য এই সব অভিযোগই অস্বীকার করবেন। তিনি বলবেন, 'আমি সেদিন বন্ধুদের সঙ্গে বিয়ার খাচ্ছিলাম, যা প্রায় সপ্তাহান্তেই খেতাম। মাঝেমধ্যে বেশিই খেয়ে ফেলতাম, আর খেয়ে হাইস্কুলে যা করতাম, এখন ভাবি সে সব করা উচিত ছিল না। কিন্তু সেটা একেবারেই নাবালকসুলভ দুষ্টুমি। এখানে আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা অনেক বেশি গুরুতর। এমন কিছুই আমি করিনি। যৌন হেনস্থার যে অভিযোগ আনা হচ্ছে, তা মিথ্যে। আমি পুরোপুরি নির্দোষ।'

এক দিন আগে পর্যন্তও নিজের পছন্দের প্রার্থী কাভানভের পাশে দাঁড়িয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন, 'আপনাদের সামনে এমন একজন মানুষ দাঁড়িয়ে, যিনি মহান, অসাধারণ, কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এমন ঘটনা আমার সঙ্গেও বহুবার ঘটেছে।' কাভানভের বিরুদ্ধে অভিযোগকে ডেমোক্র্যাটদের চক্রান্ত বলতেও পিছপা হননি ট্রাম্প। কিন্তু এ দিন তিনি বলেন, 'আমরা মহিলাদের কথা বলার সুযোগ দিচ্ছি। এর পর এমন হতেই পারি, এসব শুনে আমি বললাম, ব্রেটের বিরুদ্ধে আমি আমার মত বদলাচ্ছি। এটা হতেই পারে।' ট্রাম্পের এই মন্তব্য নিঃসন্দেহে চাপ বাড়াবে ব্রেটের। - সংবাদসংস্থা

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল