অ্যাপশহর

এই সংস্থার অদক্ষ কর্মীদের খেতে হল টয়লেটের জল!

সম্প্রতি এক ভিডিও-তে দেখা যাচ্ছে কম্পানির অদক্ষ কর্মচারীদের শাস্তি হিসেবে খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

Ei Samay 4 Aug 2017, 7:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এক ভিডিও-তে দেখা যাচ্ছে কম্পানির অদক্ষ কর্মচারীদের শাস্তি হিসেবে খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু মাত্র তাই নয় খেতে বাধ্য করা হচ্ছে শৌচালয়ের জলও। এমন নৃশংসতম ঘটনাটি ঘটেছে চিনের পূর্বপ্রান্তে।
EiSamay.Com company forces employees who underperform to drink toilet water
এই সংস্থার অদক্ষ কর্মীদের খেতে হল টয়লেটের জল!


ছবিতে দেখা গিয়েছে, ওই কম্পানির মহিলা এবং পুরুষ কর্মচারীরা শৌচালয়ের নীচ থেকে কাপে করে জল তুলে নিয়ে গ্লাসে ঢালছে তারপর অত্যন্ত ঘৃণা-সহকারে পান করছে তারা। মহিলারা জল পান করার আগে তীব্র চিত্কার করে কাঁদছে।

একজন মহিলা কর্মচারী জানান এই ঘটনার পর থেকেই ডায়েরিয়ায় ভুগতে থাকেন। খাবার পর্যন্ত খেতে পারছেন না তিনি।

এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিওটি প্রধানত কোনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চারদিকে ছেয়ে যায়। যদিও এই ঘটনার দায় অস্বীকার করেছেন কম্পানি কতৃপক্ষ। তিনি জানিয়েছেন, এটি একটি ষড়যন্ত্র। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল