অ্যাপশহর

প্রয়াত রক অ্যান্ড রোল তারকা চাক বেরি

প্রয়াত সঙ্গীত জগতের রক অ্যান্ড রোল তারকা চার্লস এডওয়ার্ড অ্যান্ডারসন বেরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শনিবার আমেরিকার সেন্ট লুইস শহরের কাছে মিসৌরিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

EiSamay.Com 19 Mar 2017, 9:36 am
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রয়াত সঙ্গীত জগতের রক অ্যান্ড রোল তারকা চার্লস এডওয়ার্ড অ্যান্ডারসন বেরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শনিবার আমেরিকার সেন্ট লুইস শহরের কাছে মিসৌরিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দ্বারা এই খবর প্রকাশ্যে আসে। তবে প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
EiSamay.Com chuck berry rock n roll pioneer dead at 90
প্রয়াত রক অ্যান্ড রোল তারকা চাক বেরি


সঙ্গীত জগতে ‘চাক বেরি’ নামেই পরিচিত ছিলেন তিনি। সুরকার, গীতিকার, গিটার বাদক এবং গায়ক এই তারকার জন্ম ১৯২৬ সালের ১৮ অক্টোবর। আমেরিকার মিসৌরি রাজ্যের সেন্ট লুইজ শহরে জন্মান তিনি। ১৯৫০-৬০-এর দশকে ‘সুইট লিটল সিক্সটিন’, ‘রোলওভার বেথওভেন’-এর মতো গান রক অ্যান্ড রোল দুনিয়ায় একটা নতুন পরিচিতি দিয়েছিল তাঁকে।

১৯৫২ সালে সেন্ট লুইজে ‘হাফ’স গার্ডেন’ নামে একটি ক্লাবে তাঁর প্রথম কনসার্ট পরিবেশিত হয়। তার পর থেকেই ছড়িয়ে পড়ে তাঁর জনপ্রিয়তা। এর পর ১৯৫৫ সালে আন্তর্জাতিক খ্যাতি পান ‘মেবেলিন’ অ্যালবাম থেকে।

বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ১৯৮৫ সালে ‘ব্লুস হল অফ ফ্যাম’। ১৯৮৬ সালে তাঁকে প্রথম সদস্য হিসাবে ‘রক অ্যান্ড রোল হল অফ ফ্যাম’ এ অভিষিক্ত করা হয়। ২০০৮ সালে জার্মানিতে সারা জীবনের সঙ্গীত কর্মের জন্য ‘গোল্ডেন ক্যামেরা’ পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল