অ্যাপশহর

সেনাদলকে ওড়াতে গিয়ে সন্তান-সহ নিজেকেই শেষ করল এই মহিলা

ওড়াতে চেয়েছিল সেনাবাহিনীকে। কিন্তু মুহূর্তের ভুলে শিশুসন্তান-সহ নিজেই টুকরো টুকরো হয়ে গেল এক মহিলা। হাড় হিম করা সেই ছবি ধরা পড়েছে ইরাকি টিভি স্টেশনের ক্যামেরায়।

EiSamay.Com 10 Jul 2017, 12:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ওড়াতে চেয়েছিল সেনাবাহিনীকে। কিন্তু মুহূর্তের ভুলে শিশুসন্তান-সহ নিজেই টুকরো টুকরো হয়ে গেল এক মহিলা। হাড় হিম করা সেই ছবি ধরা পড়েছে ইরাকি টিভি স্টেশনের ক্যামেরায়।
EiSamay.Com chilling footage captures female suicide bomber cradling baby moments before she blows them both up
সেনাদলকে ওড়াতে গিয়ে সন্তান-সহ নিজেকেই শেষ করল এই মহিলা


এক হাতে কোলে ধরা ছোট্ট শিশু। আরেক হাত যে তার শরীরে বাঁধা বিস্ফোরকের ট্রিগারে তা প্রথমে বুঝতে পারেনি কেউই। আইসিস-এর নিয়ন্ত্রণ হারানো ইরাকের মসুল শহরের ওই মহিলাকে শহর ছেড়ে পালাতে চাওয়া আর পাঁচ জনের মতোই মনে করা হয়েছিল। কিন্তু টিভি স্টেশনের ফুটেজ থেকে পরিস্কার হয় বিষয়টা।

মসুলে মার্চ পাস্ট করা কয়েকজন ইরাকি সেনার পাশ দিয়ে শিশুকে কোলে যাচ্ছিল ওই মহিলা। ভেবেছিল, নিজের বিস্ফোরক ভেস্ট উড়িয়ে শেষ করে দেবে ওই জওয়ানদের। কিন্তু বিস্ফোরক যখন ফাটল, তখন বেশ কিছুটা দূরে সরে গিয়েছে ওই সেনাদলটি। বিস্ফোরণে কেবলমাত্র মৃত্যু হয় আইসিস-এর আত্মঘাতী হামলাকারী ওই মহিলা ও তার শিশু সন্তানের। দু-জন ইরাকি সেনা এবং কয়েকজন সাধারণ মানুষ অল্পবিস্তর আহত হয়েছেন।



এরকম অন্তত ২০ জন আত্মঘাতী মহিলা সন্ত্রাসবাদী সাধারণ মানুষের মধ্যে আত্মগোপন করে রয়েছে বলে সন্দেহ ইরাকি সেনার। আগে আইসিস মহিলারা সরাসরি হামলায় যুক্ত হত না। কিন্তু জমি হারাতে শুরু করায় মরিয়া হয়ে অনেকেই রাস্তায় নেমে হামলা করছে। এমনকি অনেক জায়গায় এই সব মহিলারা নিজেদের শিশু সন্তানকেও মানব-ঢাল হিসেবে ব্যবহার করছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল