অ্যাপশহর

ঘরে ফেরার পালা, ঢাকা ছাড়ছে কয়েক লক্ষ মানুষ

যাতায়াতের সবরকম ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে ঘরে ফেরার পালা। শনিবার রংপুরে ট্রাক উল্টে মারা গিয়েছেন ১৬ জন।

EiSamay.Com 24 Jun 2017, 7:56 pm
আমিনুল হক ভূইয়া, ঢাকা
EiSamay.Com celebrating eid fest crores peolple leaves from bangladesh
ঘরে ফেরার পালা, ঢাকা ছাড়ছে কয়েক লক্ষ মানুষ


স্বজনদের সঙ্গে ঈদ পালন করতে বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ এখন ঢাকা ছেড়ে ঘরমুখী। দুর্ভোগকে সঙ্গী করে ট্রেন, বাস ও জলপথে... যে ভাবেই হোক, শিকড়ের টানে তাঁরা ঘরে ফিরছেন। উল্লেখ্য, মুসলিম দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মানুষ ঈদে বাড়ি যান। এর পরই দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে, বাড়ি ফেরার তাড়ায় পণ্যবাহী ট্রাকের ছাদে উঠতেও লোকজন কসুর করছেন না। যাতায়াতের সবরকম ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে ঘরে ফেরার পালা। এর মধ্যেই শনিবার রংপুরে ট্রাক উল্টে মারা গিয়েছেন ১৬ জন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এঁদের মধ্যে প্রায় সকলেই শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে।

নৌপরিবহণ অধিদপ্তরের প্রধান একেএম ফখরুল ইসলাম 'এই সময়'কে জানিয়েছেন, দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রায় ৪০টি রুটে ৯শ’নৌযান চলাচল করবে। নৌপথে ১৫ থেকে ১৬ লাখ লোক যাতায়ত করবে। ঘুরমুখো মানুষের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকেই ট্রেন ও বাসের বিশেষ পরিষেবা চালু হয়েছে। যানজট ঠেলে ৫ ঘণ্টার রাস্তা কখনও কখনও লেগে যাচ্ছে ১০/১২ ঘণ্টাও।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল