অ্যাপশহর

জঙ্গি মুক্ত শহরে ঘরে ফেরার দিনেই ISIS হামলা, মৃত্যু ৪১ সিরিয়াবাসীর

আলেপ্পার উত্তর-পূর্বে অবস্থিত আল-বাব শহর মূলত সিরিয়া সরকারের বিদ্রোহীদের আস্থানা হিসেবে পরিচিত

EiSamay.Com 24 Feb 2017, 7:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ISIS-এর গাড়ি বোমা হামলায় প্রাণ হারালেন ৩৫ জন নাগরিক। মৃত্যু হয়েছে ৬ সিরিয়া সরকারের বিদ্রোহীরও। আজ ঘটনাটি ঘটেছে সিরিয়ার আল-বাব শহরের এক নিরাপত্তা চেক পোস্টে।
EiSamay.Com car bomb attacked by isis at syria security checkpoint on kills 41
জঙ্গি মুক্ত শহরে ঘরে ফেরার দিনেই ISIS হামলা, মৃত্যু ৪১ সিরিয়াবাসীর


আল-বাব শহরের উত্তর-পশ্চিমে সৌসিয়ানে একটি চেক পোস্টে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিরিয়ার বিদ্রোহীরা। যাঁদের পিছনে তুরস্কের সমর্থন রয়েছে। বৃহস্পতিবারই ISIS জঙ্গিদের থেকে আল-বাব শহরকে মুক্ত করেন বিদ্রোহীরা। উত্তর-পশ্চিম সিরিয়ায় জঙ্গিদের শেষ দূর্গ ছিল আল-বাব। এই শহর দখলের জন্য বেশ কয়েকদিন ধরেই ISIS জঙ্গিদের সঙ্গে লড়াই চলছিল। অবশেষে গতকাল জঙ্গিদের হাত থেকে আল-বাব শহরকে মুক্ত করেন বিদ্রোহীরা।

আজ নিজেদের শহর আল-বাবে ফিরতে ওই চেকপোস্টে ভিড় জমিয়েছিলেন সাধারণ নাগরিকরা। সে সময় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ৬ বিদ্রোহী সেনা জওয়ান সহ ৩৫ নাগরিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সংখ্যাটি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আলেপ্পার উত্তর-পূর্বে অবস্থিত আল-বাব শহর মূলত সিরিয়া সরকারের বিদ্রোহীদের আস্থানা হিসেবে পরিচিত। ২০১২ সালে এই শহরের সম্পূর্ণ দখল চলে যায় বিদ্রোহীদের হাতে। কিন্তু, ২ বছর বাদে শহরটি কব্জা করে ISIS। এবার ফের শহর পুনর্দখল করেছে তুরস্কের সমর্থনে লড়াই করা বিদ্রোহীরা।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল