অ্যাপশহর

বন্যায় বিধ্বস্ত হাজার বছরের স্মৃতি, বিখ্যাত গাছ-সুড়ঙ্গ এবার শুধু ছবিই

১ হাজারেরও বেশি পুরোনো এই গাছটি মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যটনস্থল-গুলির মধ্যে অন্যতম।

EiSamay.Com 10 Jan 2017, 5:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ঝড়, বৃষ্টি সহ আবহাওয়া ভালো ছিল না। বন্যা আশঙ্কাও করা হয়েছিল। কিন্তু, প্রকৃতির কোপে পড়ে যে এমন প্রাকৃতিক সম্পত্তিকে হারাতে হবে, তা ভাবেননি ক্যালিফর্নিয়াবাসী। আর ঝড়-অতিবৃষ্টি ও বন্যার ফলে নিশ্চিহ্ন হয়ে গেল ক্যালিফর্নিয়ার বিখ্যাত পায়োনিয়ার টানেল ট্রি বা গাছ-সুড়ঙ্গ।
EiSamay.Com california rain storm fells historic sequoia tree with tunnel
বন্যায় বিধ্বস্ত হাজার বছরের স্মৃতি, বিখ্যাত গাছ-সুড়ঙ্গ এবার শুধু ছবিই


১ হাজারেরও বেশি পুরোনো এই গাছটি মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যটনস্থল-গুলির মধ্যে অন্যতম। দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত ১৮৮০ সালে ৩৩ ফিট লম্বা গাছের মধ্যে দিয়ে রাস্তা বানানো হয়েছিল। তারপর থেকেই ক্যালিফর্নিয়ার ক্যালাভেরাস কাউন্টির বিগ ট্রি স্টেট পার্কের এই গাছটি পর্যটকদের পছন্দের গন্তব্যস্থলে পরিণত হয়।

গাছের মধ্যে তৈরি করা রাস্তা দিয়ে গাড়ি চলাচলও করত। পর্যটকদের অত্যন্ত পছন্দের ছিল এই টানেল ট্রি বা গাছ-সুড়ঙ্গ। কিন্তু, গত ২ দিনের ঝড়-বৃষ্টি ও বন্যায় শেষ হয়ে গেল টানেল ট্রি। নিজেদের ফেসবুক অ্যাকা্উন্টে গাছ-সুড়ঙ্গের ক্ষতির কথা স্বীকার করেছে পার্ক কর্তৃপক্ষ। তাদের ওই পোস্টে কমপক্ষে ১ হাজার পাঁচশো কমেন্ট করা হয়েছে। বহু মানুষ ওই গাছের নীচে নিজেদের স্মৃতি ছবির মাধ্যমে শেয়ার করেছেন।




প্রায় আড়াই কিলোমিটার বিস্তৃত এই গাছটি বিশ্বের অন্যতম বৃহৎ গাছ ছিল। গাছটির প্রকৃত বয়স সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও মার্কিন বন দপ্তরের মতে, ১ হাজার থেকে ৩ হাজার বছরের পুরোনো ছিল ওই গাছটি।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল