অ্যাপশহর

চিনে মার্কিন দূতাবাসের বাইরে বিস্ফোরণের শব্দ! নিজেকে জ্বালানোর চেষ্টা মহিলার

এক মহিলা গায়ে গ্যাসোলিন স্প্রে করে নিজেকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল।

EiSamay.Com 26 Jul 2018, 1:09 pm

হাইলাইটস

  • এক মহিলা গায়ে গ্যাসোলিন স্প্রে করে নিজেকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাঁকে আটক করেছে পুলিশ।
  • উত্তর-পূর্ব বেজিং-এর ওই এলাকায় প্রবল ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারিদিক।
  • রয়টার্সকে প্রথমে প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কিন দূতাবাসের কাছেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
চিনে মার্কিন দূতাবাসের বাইরে বিস্ফোরণের শব্দ! নিজেকে জ্বালানোর চেষ্টা মহিলার
এই সময় ডিজিটাল ডেস্ক: চিনে মার্কিন দূতাবাসের বাইরে গায়ে আগুন লাগানোর চেষ্টা। সংবাদমাধ্যম সূত্রে খবর, এক মহিলা গায়ে গ্যাসোলিন স্প্রে করে নিজেকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাঁকে আটক করেছে পুলিশ।
টুইটারে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, উত্তর-পূর্ব বেজিং-এর ওই এলাকায় প্রবল ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারিদিক। সংবাদ সংস্থা রয়টার্সকে প্রথমে প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কিন দূতাবাসের কাছেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। হাল্কা কম্পনও অনুভূত হয়। দূতাবাসের সামনে ৭-৮টা পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল।


বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চায়নি পুলিশ। দূতাবাসের মুখপাত্রও জানিয়েছেন, তিনি তথ্য জোগার করছেন। শাসক দলের সংবাদপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, পুলিশ বেলা ১১টা নাগাদ এক মহিলাকে আটক করে পুলিশ। তিনি গায়ে গ্যাসোলিন স্প্রে করে নিজেকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

তবে মার্কিন কম্পাউন্ডের কাছে ভারতীয় ও দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কর্মীরা জানিয়েছেন, তাঁরা কোনও অস্বাভাবিক কিছি টের পাননি। সেখানে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছে।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল