অ্যাপশহর

পুলিশের গুলিতে খতম বার্লিন হানার মূল অভিযুক্ত

শুক্রবারই আনিসের সঙ্গে যুক্ত সন্দেহে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ

EiSamay.Com 23 Dec 2016, 3:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বার্লিনে জঙ্গি হামলায় ১২ জনের মৃত্যু হয়। ঘটনার দায় স্বীকার করেছিল ISIS। আর তার ৩ দিনের মাথায় পুলিশের গুলিতে নিহত হল বার্লিন হামলার অন্যতম অভিযুক্ত। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, আনিস আমরি, বার্লিন হামলার মূল অভিযুক্তের মৃত্যু হয়েছে।
EiSamay.Com berlin truck attack suspect shot dead in milan italian media
পুলিশের গুলিতে খতম বার্লিন হানার মূল অভিযুক্ত


মিলান শহরে এক শুটআউটে ২৪ বছর বয়সী আনিসকে খতম করে পুলিশ। বার্লিনে ট্রাক চালিয়ে ১২ জনকে পিষে দেয় আনিস। CCTV ফুটেজ থেকে তাকে শনাক্ত করার পর খুঁজছিল পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের মনে হয়েছিল, আনিস বার্লিনেই লুকিয়ে আছে। কিন্তু, পরে খবর মেলে যে, মিলান শহরে লুকিয়ে আছে আনিস আমরি। এর আগে আনিসের খোঁজে এক মসজিদেও হানা দিয়েছিল পুলিশ কর্মীরা।

পুলিশের দল মিলানে আনিসের ঠিকানায় পৌঁছলে হামলা চালায় ISIS জঙ্গি। দুতরফে গুলির লড়াই বেশিক্ষণ চলেনি। এরপর পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে আনিস।

এদিকে, শুক্রবারই আনিসের সঙ্গে যুক্ত সন্দেহে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল