অ্যাপশহর

১২ বছর পর অবসান নেতানিয়াহু যুগের, ইজরায়েলে এবার জোট সরকার

টালমাটাল পরিস্থিতি কাটিয়ে ইজরায়েলে নির্বাচিত নয়া জোট সরকার.... নেতানিয়াহু যুগের অবসান... ইজরায়েলে শাসনভার এখন ডান-বাম-মধ্যপন্থী আট দলের জোটের হাতে... কী হল ইজরায়েলের পরিস্থিতি জানতে পড়ুন...

EiSamay.Com 14 Jun 2021, 2:29 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ইজরায়েলে বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) যুগের অবসান। রবিবর ইজরায়েল পার্লামেন্টে অনুমোদন পেল জোট সরকার। ১২ বছর পর ইজরায়েলের শাসন ভার সামলানোর পর এবার বিরোধী আসনে নেতানিয়াহু। দেশের নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ছোট উগ্র জাতীয়তাবাদী পার্টির নেতা ৪৯ বছরের নাফতালি বেনেট। উল্লেখ্য, এক সময় বেনেট ছিলেন নেতানিয়াহুরই ভাবশিষ্য।
EiSamay.Com Benjamin Netanyahu Naftali Bennett


সম্প্রতি ইজরায়েলে তৈরি হয় টালমাটাল পরিস্থিতি। রাজনৈতিক সঙ্কটের কারণে চারবার নির্বাচন অনুষ্ঠিত হয় সেদেশে। রবিবার ১২০ আসনের পার্লামেন্টে ৬০ ভোটে জিতে আট দলের জোট সরকার পায় সরকার গড়ার অনুমোদন। এদিন ৭১ বছর বয়সী নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯টি ভোট। ইজরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তাঁর দীর্ঘ শাসনকালে শাসকের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। গাজায় বিমান হানা থেকে ফিলিস্তিনিদের উপর অত্যাচারের অভিযোগ। একাধিক বিতর্ক মাথাচাড়া দেওয়ায় সম্প্রতি ইজরায়েলে তৈরি হয় নেতানিয়াহুর বিরোধী জনমত। শক্তিশালী এই নেতাকে গদিচ্যুত করতে হাত মেলায় ডান-বাম সবকটি দল।

নেতানিয়াহু যুগ শেষ, এবার শাসন ভার জোটের হাতে। এতগুলি ভিন্ন মতধারার মানুষদের নিয়ে সরকার চালানো সহজ হবে না নাফতালি বেনেটের (Naftali Bennett) পক্ষে। সব ঠিক ঠাক চললে দু'বছর পর ইয়ের লেপিডের কাছে যাবে জোটের নেতৃত্ব ও প্রধানমন্ত্রী দায়িত্ব।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল