অ্যাপশহর

আফ্রিকায় সামরিক ঘাঁটি চিনের, প্রমাদ গুনছে দিল্লি

শান্তিরক্ষা ও মানবিকতার প্রসারে আফ্রিকার একরত্তি দেশে সামরিক ঘাঁটি তৈরি করল চিন। বেজিংয়ের সাম্প্রতিক পদক্ষেপে উদ্বিগ্ন ভারত।

Ei Samay 13 Jul 2017, 1:26 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শান্তিরক্ষা ও মানবিকতার প্রসারে আফ্রিকার একরত্তি দেশে সামরিক ঘাঁটি তৈরি করল চিন। বেজিংয়ের সাম্প্রতিক পদক্ষেপে উদ্বিগ্ন ভারত।
EiSamay.Com beijing builds military base in djibouti stirs up grave worries for new delhi
আফ্রিকায় সামরিক ঘাঁটি চিনের, প্রমাদ গুনছে দিল্লি


মঙ্গলবার হর্ন অফ আফ্রিকার একচিলতে দেশ জিবুতির উদ্দেশে রওনা হল সৈন্য বোঝাই চিনা যুদ্ধবহর। বিদেশে প্রথম সামরিক ঘাঁটি তৈরির জন্য আফ্রিকায় চিনের উদ্যোগ নিয়ে মূলত ৫টি কারণে চিন্তিত দিল্লি।

১) ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থানের কারণে বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কার পরে বিদেশে চিনা সামরিক ঘাঁটির 'মুক্তমালা'য় নবতম সংযোজন হতে চলেছে জিবুতি।

২) ভারত মহাসাগরে গতিবিধি বাড়িয়েছে চিন, যেখানে জলদস্যুদের রুখতে ও নৌ-পরিবহণের স্বাধীনতা বজায় রাখার মাধ্যমে এতদিন আধিপত্য বজায় ছিল দিল্লির। গত দুই মাসে ভারত মহাসাগরে টহলরত ভারতীয় নৌ-সেনা সাবমেরিন ও গোয়েন্দাযান সহ এক ডজনেরও বেশি চিনা যুদ্ধজাহাজ দেখতে পেয়েছে। এই কারণে ভারতীয় জলসীমায় নজরদাড়ি বাড়াতে বাধ্য হয়েছে সরকার।

৩) ভারত মহাসাগর বেয়ে বিশ্বের ৮০% তেল এবং এক তৃতীয়াংশ পণ্য যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এই জলপথে নিজের পণ্য ও জ্বালানী পরিবহণ ব্যবস্থা সুরক্ষিত করতে চায় বেজিং। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলির নজরেও ভারত মহাসাগরের গুরুত্ব অপরিসীম। এই কারণেই বন্দর, সড়ক ও রেল ব্যবস্থায় বিনিয়োগের মাধ্যমে মহাসাগরীয় রাষ্ট্রগুলির চোখে নিজের ভাবমূর্তি উন্নত করার চেষ্টায় রয়েছে চিন।

৪) স্রেফ ব্যবসার কারণে জিবুতিতে পরিকাঠামো ব্যবস্থা মজবুত করার উদ্যোগ নিয়েছে বলে বেজিং দাবি করলেও রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস পত্রিকা জানিয়েছে, আফ্রিকার এই দেশে সামরিক ঘাঁটি গড়াই চিনের মূল লক্ষ্য।

৫) ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের উদ্দেশে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তানে বন্দর ও সংশ্লিষ্ট পরিকাঠামো ব্যবস্থা গড়ছে চিন। প্রেসিডেন্ট জি জিনপিংয়ের স্বপ্নের সিল্ক রুট প্রকল্পের 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' নীতিতে ভারত মহাসাগরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক এই বাণিজ্যপথের একাংশ চিন-পাকিস্তান বাণিজ্য করিডরের অন্তর্গত, যা পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে যাওয়ার ফলে স্বাভাবিক ভাবেই ভারতের আপত্তির কারণ হয়। দিল্লির দাবি, বিতর্কিত ভূখণ্ডটি পাকিস্তানের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে কার্যত ভারতে সার্বভৌমত্বকেই চ্যালেঞ্জ জানিয়েছে বেজিং।

# Djibouti’s position on the northwestern edge of the Indian Ocean has fuelled worries in India that it would become another of China’s military alliance and assets ringing India.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল