অ্যাপশহর

ভারতের কাছে পাঁচ হাজার লিটার বিষ চাইল অস্ট্রেলিয়া, কারণ জানলে চমকে উঠবেন

অদ্ভূত বিপদের মুখোমুখি অস্ট্রেলিয়া... বিপদে পড়ে দ্বারস্থ ভারতের... যে সে জিনিস নয় ভারত থেকে বিষ চেয়ে পাঠিয়েছে অজি প্রশাসন... তাও একটু-আধটু নয় গ্যালন গ্যালন নিষিদ্ধ বিষ

EiSamay.Com 30 May 2021, 8:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে বিষ চেয়ে পাঠাল অস্ট্রেলিয়া। প্রায় পাঁচ হাজার লিটার বা ১৩২০ গ্যালন বিষের বরাত দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার তরফে। ইঁদুরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ভারতের থেকেই বিখ্যাত ইঁদুর মারা বিষ কিনতে চাইছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশ।
EiSamay.Com poison-1481596_640
Representative Image


কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অস্ট্রেলিয়ার টটেনহ্যাম, নিউ সাউথ ওয়েলস প্রদেশ সহ একাধিক অঞ্চলের বেশ কিছু ছবি। মেঠো ইঁদুর থেকে ধেড়ে ইঁদুরের তাণ্ডবে অতিষ্ঠ পূর্বের এই দেশ। ফসলের খেত থেকে বাড়ি গ্যারেজ, ধানের গোলা থেকে অফিস ঘর সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। গোলার ফসল, মাঠের ধান নষ্ট করার সঙ্গে সঙ্গে ইঁদুরের দল কেটে ফেলছে জিনিসপত্র, কারেন্টের তার। বলতে গেলে ইঁদুরের অত্যাচারে ত্রাহি ত্রাহি অবস্থা।

একই সঙ্গে ইঁদুরের কারণে ছড়াচ্ছে সংক্রমণও। করোনা মহামারীর মাঝে আবারও প্লেগ মহামারীর আশঙ্কায় এবার ইঁদুর নিধনে ভারতের দ্বারস্থ অস্ট্রেলিয়া। নিষিদ্ধ ব্রোমেডিওলোন (Bromediolone) আমদানি করতে ভারতকে বরাত দিয়েছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন। করোনার মধ্যেই প্লেগের সংক্রমণে আতঙ্কে অস্ট্রেলিয়াবাসী। ইঁদুর তাড়াতে অনেক উপায় নিলেও মেলেনি সাফল্য। বাধ্য হয়ে ভারত থেকে Rat Killer আমদানির পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া।


পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল