অ্যাপশহর

ফের দাবানলে ত্রস্ত দেশ, জরুরি অবস্থা জারি অস্ট্রেলিয়ায়

শুক্রবার, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় জরুরি অবস্থা জারি করল অস্ট্রেলিয়া প্রশাসন। ঝোড়ো গরম হাওয়া ও শুষ্ক জমিতে ফের দাবানল ছড়িয়ে পড়ছে এই এলাকায়। আগুন নিয়ন্ত্রণ করতে ফের মাঠে নেমে পড়েছে দমকলকর্মীরা।

EiSamay.Com 31 Jan 2020, 3:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের ফিরে এল দাবানলের ভয়াল আতঙ্ক। শুক্রবার, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় জরুরি অবস্থা জারি করল অস্ট্রেলিয়া প্রশাসন। ঝোড়ো গরম হাওয়া ও শুষ্ক জমিতে ফের দাবানল ছড়িয়ে পড়ছে এই এলাকায়। আগুন নিয়ন্ত্রণ করতে ফের মাঠে নেমে পড়েছে দমকলকর্মীরা।
EiSamay.Com D7
দাবানলের দাপটে পুড়ছে বাড়ি। আগুন নিয়ন্ত্রণে পথে নেমেছে দমকলকর্মী


অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরির মুখ্যমন্ত্রী অ্যান্ড্রিউ বার জানিয়েছেন, '২০০৩ সালের স্মৃতি উস্কে দিয়েছে এই ভয়াবহ দাবানল। এলাকায় এদিন জরুরি অবস্থা জারি করা হয়েছে ওই এলাকায়। 'সরকারি তরফে জানানো হয়েছে, 'টেরিটরির দক্ষিণের দাবানল অনিয়ন্ত্রিত। ক্যানবেরার দাবানলে ত্রস্ত মানুষজন ইতোমধ্যেই বাড়ি ছাড়তে শুরু করে গিয়েছে।'

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, 'এই আগুন কোন দিকে যাবে, কখন জেগে উঠবে তা একেবারেই নিশ্চিত করে বলা যায় না। এটি একপ্রকার অনিয়ন্ত্রিত। এর সঙ্গে যুক্ত হয়েছে অত্যাধিক গরম হাওয়া, ঝোড়ো বাতাস ও শুকনো জমি। এর ফলে ক্যানবেরার দক্ষিণ প্রান্ত বেশ বিপজ্জনকভাবে বেড়ে চলেছে।'

২০০৩ সালে ক্যানবেরা দাবানলে ৪জন মারা গিয়েছিলেন। ঘড়ছাড়া হয়েছিলেন ৫০০-রও বেশি মানুষ। সেই স্মৃতি জাগতেই অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুষজনকে নিরাপদে বের করে সরকারি স্কুল- প্রতিষ্ঠান যেমন মিউজিয়ামে রাখার বন্দোবস্ত করা হয়েছে। দাবানল শুরু হতেই ক্যানবেরার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ও ব্যক্তিগত সম্পত্তির ব্যাপারে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে।

আরও পড়ুন: দাবানলে পুড়ছে দেশ, জরুরি অবস্থা জারি অস্ট্রেলিয়ায়


প্রসঙ্গত, কিছু সপ্তাহ আগেই দাবানলের ভয়ংকর গ্রাস থেকে মুক্তি পেয়েছে ভিক্টোরিয়া, সাউথ ওয়েলস। তবে এখনও বিক্ষিপ্তভাবে আগুন নেভানোর কাজ চলছে। তাপপ্রবাহের জেরে এখনও উত্তপ্ত অস্ট্রেলিয়া।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল