অ্যাপশহর

সোমালিয়ায় হোটেলে আততায়ীর এলোপাথারি গুলি, মৃত ৭

দক্ষিণ সোমালিয়ার জনপ্রিয় হোটেলের বাইরেই রাখা ছিল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। সেখানেই ছিল আত্মঘাতী বোমা হামলাকারী। পরিকল্পনা মাফিক বেশ কয়েজন আততায়ী হোটেলের ভিতর ঢুকে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে।

EiSamay.Com 13 Jul 2019, 2:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমালিয়ার একটি জনপ্রিয় মেডিনা হোটেলে আততায়ীদের গুলি ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল সাতজনের। শুক্রবারের এই মর্মান্তিক ঘটনার পিছনে আল কায়দার সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত আল শাবাব গোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।
EiSamay.Com D3


জানা গিয়েছে, দক্ষিণ সোমালিয়ার জনপ্রিয় হোটেলের বাইরেই রাখা ছিল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। সেখানেই ছিল আত্মঘাতী বোমা হামলাকারী। পরিকল্পনা মাফিক বেশ কয়েজন আততায়ী হোটেলের ভিতর ঢুকে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে। ঘটনাস্থল থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সিকিওরিটি এফিসার আবদি ধুহুল জানিয়েছেন, মৃত তসাতজনের মধ্যে একজন স্থানীয় নেতা ও এক বিধায়ক ছিলেন। মারা গিয়েছে বিশিষ্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও তাঁর স্বামী এবং এক সাংবাদিক। ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

অন্য এক সিকিউরিটি অফিসার জানিয়েছেন, হোটেলের ভিতর আততায়ীরা ঢুকে এলোপাথারি গুলি চালালেও উপস্থিত নিরাপত্তারক্ষীরাও পাল্টা জবাব দেয়। সন্ত্রাসবাদীদের সঙ্গে বেশ কয়েকঘন্টা গুলির লড়াই চলে হোটেলের ভিতর।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল