অ্যাপশহর

ভূমধ্যসাগরে নৌকাডুবি, মৃত ৬৫ যাত্রী

তুনিসিয়ার কাছে ভূমধ্যসাগরে ভয়াবহ দুর্ঘটনা। ডুবে গেল যাত্রীবাহী নৌকা। অনুমান করা হয়েছে মৃত্যু হয়েছে প্রায় ৬৫ জন অভিবাসীর। জারি উদ্ধারকাজ। জানুন বিস্তারিত তথ্য...

EiSamay.Com 11 May 2019, 12:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইউনাইটেড নেশনস রেফিউজি এজেন্সির (UNHCR) দেওয়া খবর অনুযায়ী এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন ১৬ জন যাত্রী। বৃহস্পতিবার লিবিয়ার জুওয়ারা থেকে অভিবাসীদের নিয়ে রওনা দিয়েছিল এই নৌকা। মাঝপথেই শক্তিশালী ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি।
EiSamay.Com at least 65 feared dead as passeger boat capsizes off tunisia coast
ভূমধ্যসাগরে নৌকা ডুবি


UNHCR জানিয়েছে ২০১৯ সালের প্রথম চার মাসে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৬৪ জনের। চলতি বছরে এমন ভয়াবহ নৌকাডুবি হয়নি।

জীবিতদের সমুদ্র তটে ফিরিয়ে এনেছে তুনিসিয়ার নৌ সেনা। তাঁদের মধ্যে একজনকে চিকিত্‍সার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রাণের কাজে সাহায্যের জন্যে রয়েছে Maltese হেলিকপ্টার। তুনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার খবর পাওয়ার পরেই জাহাজ পাঠায় নৌ সেনা। ঘটনাস্থলে জাহাজটি পৌঁছানোর পর দেখে একটি মাছ ধরার নৌকা জীবিতদের সমুদ্র থেকে তোলার কাজ ততক্ষণে শুরু করে দিয়েছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল