অ্যাপশহর

সিরিয়ায় বাসের কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, মৃতের সংখ্যা শতাধিক

শনিবার সকালে, বিদ্রোহী অধ্যুষিত ইউলিবের ফোয়া ও কেফ্রায়া থেকে ঘরছাড়াদের বাসে করে আলেপ্পোয় আনা হচ্ছিল। রাজধানীতে ঢোকার আগে রাশিদিনে কনভয় দাঁড়াতেই আচমকা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে।

EiSamay.Com 16 Apr 2017, 11:44 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বাসের কনভয় বোমা বিস্ফোরণে মতের সংখ্যা ১০০ ছাড়াল। উত্তর সিরিয়ায় একটি ত্রাণবাহী বাসের কনভয় থেকে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয় বলে দাবি আসাদ সরকারের। ঘটনাটি ঘটে সিরিয়া সরকারের শক্তঘাঁটি পশ্চিম আলেপ্পো শহরের বাইরে।
EiSamay.Com at least 100 people have died as a suicide car bomb hit a convoy of buses
সিরিয়ায় বাসের কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, মৃতের সংখ্যা শতাধিক


শনিবার সকালে, বিদ্রোহী অধ্যুষিত ইউলিবের ফোয়া ও কেফ্রায়া থেকে ঘরছাড়াদের বাসে করে আলেপ্পোয় আনা হচ্ছিল। রাজধানীতে ঢোকার আগে রাশিদিনে কনভয় দাঁড়াতেই আচমকা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনায় বেশ কয়েকটি বাস পুরোপুরি মাটিতে মিশে যায়। আুনে ঝলসে যায় বিস্ফোরণের পর গোটা এলাকা মৃত্যুপুরীতে পরিণত হয়। ঘটনাস্থলে থেকে এখনও পর্যন্ত ১০০-এরও বেশি দেহ উদ্ধার করা গিয়েছে। ধ্বংসস্তূপের তলায় আরও মৃতদেহ আটকে পড়ার আশঙ্কা করেন উদ্ধারকারী দল ও পুলিশ-প্রশাসন। সরকারি হিসেবে এই ঘটনায় মোট ৫৫জনের মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

আরও পড়ুন: ​ সিরিয়ায় ফের বিস্ফোরণ, প্রাণ গেল ১৬ নিরীহ নাগরিকের

উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে সিরিয়ার নাগরিকদের উদ্ধার করার জন্য সম্প্রতি আসাদ সরকারের সঙ্গে স্থানীয় কিছু বিদ্রোহী সংগঠনের যুক্তি হয়। সেই উদ্যোগ এখন প্রায় অন্ধকারে।

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের পর এলাকা জুড়ে ধোঁয়ায় ভরে যায়। যাত্রীদের করুণ আর্তনাদে ঘটনাস্থলের বাসা ভারী হয়ে যায়। বোমা বিস্ফোরণের জেরে বহু বাস যাত্রী অর্ধদগ্ধ হয়। তাঁদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল