অ্যাপশহর

যেন ফুটন্ত লাভায় মাখা! ব্রহ্মাণ্ডের উষ্ণতম দৈত্যাকার গ্রহের সন্ধান

এই গ্রহের নক্ষত্র KELT-9 সূর্যের থেকে প্রায় দ্বিগুণ বড় ও দ্বিগুণ বেশি গরম।

EiSamay.Com 6 Jun 2017, 5:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আরও একটি গ্রহ। এ বার উষ্ণতম দৈত্যাকার এক গ্রহের আবিষ্কার করলেন জ্যোতির্বিদরা। KELT-9b। দিনের বেলা এই গ্রহের তাপমাত্রা থাকে ৪,৩০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।
EiSamay.Com astronomers discover hottest giant planet
যেন ফুটন্ত লাভায় মাখা! ব্রহ্মাণ্ডের উষ্ণতম দৈত্যাকার গ্রহের সন্ধান


নেচার নামে একটি পত্রিকায় প্রকাশিত গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, এই গ্রহের তাপমাত্রা বেশিরভাগ নক্ষত্রের থেকে বেশি। এই গবেষণার নেতৃত্বে থাকা কলম্বাসের ওহায়ো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্কট গৌডি জানিয়েছেন, 'এতদিন আবিষ্কার হওয়া সমস্ত গ্রহের মধ্যে এটি সবচেয়ে গরম গ্যাস জায়েন্ট গ্রহ।' সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির থেকে ২.৮ গুণ বড় KELT-9b। তবে এর ঘনত্ব বৃহস্পতির প্রায় অর্ধেক।

এই গ্রহের একটা দিক সবসময় তার নক্ষত্রের দিকে মুখ করে থাকে। ফলে উল্টোদিকটা সবসময়ই থাকে অন্ধকারাচ্ছন্ন। এই গ্রহের নক্ষত্র KELT-9 সূর্যের থেকে প্রায় দ্বিগুণ বড় ও দ্বিগুণ বেশি গরম। স্বাভাবিকভাবেই বিপুল অতিবেগুনি রশ্মির কারণে এই গ্রহে দিনের বেলা জল, কার্ব ডাই অক্সাইড ও মিথেনের মতো কোনও অনু গঠনের সুযোগ নেই। রাতে এই অণু গঠন সম্ভব হলেও তা খুবই তাত্‍‌ক্ষণিক।

KELT-9b গ্রহটি কিলোডিগ্রি এক্সট্রিমলি লিটল টেলিস্কোপ বা KELT-র সাহায্যে আবিষ্কার করা হয়।

খবরটি ইংরাজিতে পড়তে Click করুন

#Astronomers have discovered the hottest planet ever known, with a dayside temperature of more than 4,300 degrees Celsius.

#In fact, this planet, called KELT-9b, is hotter than most stars, according to a study published in the journal Nature.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল