অ্যাপশহর

জার্মান চ্যান্সেলর মর্কেলের কনভয়ে ঢুকে হামলার চেষ্টা বন্দুকবাজের

চেক প্রজাতন্ত্রে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের উপর হামলার চেষ্টা।

EiSamay.Com 26 Aug 2016, 4:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : চেক প্রজাতন্ত্রে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের উপর হামলার চেষ্টা। কিন্তু, হামলার আগেই আততায়ীকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। আততায়ীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতকে জেরা করছে চেক পুলিশ। তবে সে কোনও জঙ্গি গোষ্ঠীর সদস্য কি না জানা যায়নি।
EiSamay.Com assassination attempt on german chancellor angela merkel in prague
জার্মান চ্যান্সেলর মর্কেলের কনভয়ে ঢুকে হামলার চেষ্টা বন্দুকবাজের


চেক প্রধানমন্ত্রী বউস্লাভ সোবোতকার সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল প্রাগে আসেন জার্মান চ্যান্সেলর। বিমানবন্দর থেকে শহরের উদ্দেশে রওনা দেয় তাঁর কনভয়। হঠাৎ একটি কালো মার্সিডিস ওই কনভয়ের কাছাকাছি চলে আসে। পুলিশের তরফে মার্সিডিসের চালককে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু, তা পাত্তা না দিয়ে হঠাৎ কনভয়ের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করে ওই গাড়িটি। পরিস্থিতি বুঝে গাড়িটিকে চলন্ত অবস্থায় ঘিরে ধরে পুলিশ গাড়িগুলি। না থামলে গুলি চালানোর হুমকি দেওয়া হয় মার্সিডিসের চালককে। এরপর গাড়ি থামাতে বাধ্য হয় ওই আততায়ী। তাকে গ্রেপ্তার করেছে চেক পুলিশ।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল