অ্যাপশহর

মার্কিন-ইরান বিরোধ, বন্ধ হল নেওয়ার্ক-মুম্বই বিমান পরিষেবা

আমেরিকার বিমানসংস্থা United-র তরফে জানানো হল অনির্দিষ্টকালের জন্যে তারা মুম্বই-নেওয়ার্কের নন-স্টপ নিয়মিত বিমান চলাচল বন্ধ করছে। জানুন বিস্তারিত তথ্য...

EiSamay.Com 22 Jun 2019, 11:30 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ইরানের বিরোধের পারদ ক্রমেই চড়ছে। বৃহস্পতিবার রাতে সেটি এমন পর্যায়ে পৌঁছেছিল, ইরানের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর অনুমতি দিয়েই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্প মত বদলানোয় সেই হামলা প্রতিহত করা গিয়েছে।
EiSamay.Com as iran-us tensions gains momentum united stops newark-mumbai direct flights, other carriers join
বন্ধ হল নেওয়ার্ক-মুম্বই বিমান পরিষেবা


আমেরিকা-ইরানের বিরোধের সূত্রপাত ট্রাম্পের আর্থিক নিষেধাজ্ঞা থেকে। একক সিদ্ধান্তে ইরান চুক্তি থেকে বেরিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট। এর পর গত সপ্তাহে দু’টি তেলের ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনায় তেহরানের দিকে অভিযোগের আঙুল তোলে ওয়াশিংটন। ইরান সেই অভিযোগ অস্বীকার করলেও ক’দিনের মধ্যেই জানায়, ২০১৫-এর চুক্তিকে অস্বীকার করে ইউরেনিয়ামের ভাণ্ডার বাড়াচ্ছে তারা।

এই বাদানুবাদের মধ্যেই আমেরিকার বিমানসংস্থা United-র তরফে জানানো হল অনির্দিষ্টকালের জন্যে তারা মুম্বই-নেওয়ার্কের নন-স্টপ নিয়মিত বিমান চলাচল বন্ধ করছে। আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে ইরানের উপর দিয়ে (এই যাত্রাপথে পড়ছে পারশিয়ান গাল্ফ এবং গাল্ফ অফ ওমান) বিমান চালানোয় নিষেধাজ্ঞা জারির পরই এই সিদ্ধান্তের কথা জানায় United।

ইতোমধ্যে অস্ট্রেলিয়ার Qantas, ব্রিটিশ এয়ারওয়েজ, ডাচ বিমানসংস্থা KLM, এমিরেটস, লুফত্‌হানসা, মালয়েশিয়া এয়ারলাইন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়ে দিয়েছে এই অঞ্চলের উপর দিয়ে তারাও বিমান চলাচলা করাবে না।

আমেরিকার এই সিদ্ধান্তের পর ভারত সরকারও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে একই পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। DGCA-র প্রধান অরুণ কুমার টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্‌কারে জানিয়েছেন, এই বিষয়ে তাঁরা আলোচনা শুরু করে দিয়েছএন। দেশি এবং বিদেশি বিমানসংস্থাগুলির সঙ্গে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল