অ্যাপশহর

মায়ানমারে নাশকতার ছক ARSA-র, সীমান্তে শিবির করে অস্ত্রপ্রশিক্ষণ

​​গোয়েন্দা সূত্রের খবর, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের শিবির লাগোয়া বেশ কয়েকটি ক্যাম্প তৈরি করেছে ARSA। এর আগে মায়ানমার সরকারও জানায়, বাংলাদেশের অভ্যন্তরে তিনটি প্রশিক্ষণ শিবির তৈরি করেছে 'আরসা'। রোহিঙ্গা শরণার্থীদের সেই শিবিরে টেনে আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

EiSamay.Com 25 Mar 2019, 10:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মায়ানমার-বাংলাদেশ সীমান্তে শিবির করে হামলার মহড়া দিচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (ARSA)। চলছে অস্ত্রের প্রশিক্ষণ।
EiSamay.Com Myanmar-Rakhine29


সূত্রের খবর, মায়ানমারের নিরাপত্তা বাহিনীর উপর ব্যাপক হামলা চালানোর ছক কষছে ARSA। যে কোনও সময় হামলা হতে পাারে। রোহিঙ্গা বিদ্রোহীদের এই সংগঠনটি মায়ানমারে সক্রিয়।

গোয়েন্দা সূত্রের খবর, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের শিবির লাগোয়া বেশ কয়েকটি ক্যাম্প তৈরি করেছে ARSA। এর আগে মায়ানমার সরকারও জানায়, বাংলাদেশের অভ্যন্তরে তিনটি প্রশিক্ষণ শিবির তৈরি করেছে 'আরসা'। রোহিঙ্গা শরণার্থীদের সেই শিবিরে টেনে আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

গত জানুয়ারিতেই মায়ানমার বর্ডার গার্ডের একটি শিবির গুঁড়িয়ে দিয়েছিল রোহিঙ্গা বিদ্রোহীরা। প্রাণহানি না হলেও হামলায় মায়ানমারের ছয় সীমান্তরক্ষী ভালোরকম ঘায়েল হন। যদিও, বাংলাদেশ এই গোয়েন্দা রিপোর্ট নস্যাত্‍‌ করেছে। বাংলাদেশ সরকারি ভাবে জানিয়েছে, আরাকান আর্মির কোনও ঘাঁটি তাদের দেশে নেই।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল