অ্যাপশহর

ফ্রান্সের হোটেলে বিস্ফোরক-সহ অজানা আততায়ী, চূড়ান্ত আতঙ্ক

র কি জঙ্গি নিশানায় ফ্রান্স? এখনও পর্যন্ত ঘটনার বিস্তারিত কিছু জানা না গেলেও ফরাসি পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে দক্ষিণ ফ্রান্সের একটি হোটেলে ঢুকে পড়েছে এক সশস্ত্র ব্যক্তি।

EiSamay.Com 19 Jul 2016, 8:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের কি জঙ্গি নিশানায় ফ্রান্স? এখনও পর্যন্ত ঘটনার বিস্তারিত কিছু জানা না গেলেও ফরাসি পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে দক্ষিণ ফ্রান্সের একটি হোটেলে ঢুকে পড়েছে এক সশস্ত্র ব্যক্তি। কী উদ্দেশে সে অস্ত্র নিয়ে ভিতরে ঢুকেছে, তা পুলিশ জানতে না পারলেও গোটা হোটেলটি চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানকার আবাসিকদের।
EiSamay.Com armed man holed up in hotel in southern france police
ফ্রান্সের হোটেলে বিস্ফোরক-সহ অজানা আততায়ী, চূড়ান্ত আতঙ্ক


সংবাদ সংস্থা রয়টার্সকে ফরাসি পুলিশ জানিয়েছে, দক্ষিণ ফ্রান্সের বোলেঁ শহরের একটি ফরমুলা-ওয়ান হোটেলে ঢুকে পড়েছে ওই অস্ত্রধারী। পুলিশ সন্দেহ করছে, ধারালো ছোরা হাতে ঢুকে পড়া ওই ব্যক্তির শরীরে বিস্ফোরক বাঁধা থাকতে পারে। তবে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ যেটুকু জেনেছে, ওই ব্যক্তির কাছে কোনও বন্দুক নেই।

গত নভেম্বরে থেকে পরপর জঙ্গি হামলার জেরে হাই অ্যালার্ট জারি রয়েছে ফ্রান্সে। অতীত থেকে শিক্ষা নিয়েই সতর্ক ফরাসি পুলিশ। সম্ভাব্য হামলার আশঙ্কা করে মার্সেইল থেকে বোমা বিশেষজ্ঞদের একটি দলকেও বোলেঁ শহরে আনা হচ্ছে।

সশস্ত্র ব্যক্তি জঙ্গি কি না, পুলিশ সে বিষয়ে এখনও নিশ্চিত নয়। সব আবাসিককে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার পরেই হোটেলটিতে অভিযানে নামবে পুলিশ।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল