অ্যাপশহর

আদি যুগে ভিনগ্রহীদের হানা, মিলল UFO-র টুকরো

আড়াই লাখ বছর আগে পৃথিবীর বুক স্পর্শ করেছিল এলিয়েনরা।

EiSamay.Com 20 Oct 2016, 9:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ছিল। এই পৃথিবীতেই তারা ছিল। আড়াই লাখ বছর আগে তাদের অস্তিত্ব দেখা গিয়েছিল। আড়াই লাখ বছর আগে পৃথিবীর বুক স্পর্শ করেছিল এলিয়েনরা। এমনই দাবি সুইজারল্যান্ডের বিজ্ঞানীদের।
EiSamay.Com aliens visited the earth 250000 years ago
আদি যুগে ভিনগ্রহীদের হানা, মিলল UFO-র টুকরো


১৯৭০ সালে রোমানিয়াতে মেলা এক রহস্যময় ধাতু পিণ্ড পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন তাঁরা। এতদিনের পরীক্ষার পর বিজ্ঞানীরা জানিয়েছেন, খণ্ডে বিভক্ত ধাতুটি ৯০ শতাংশ অ্যালুমিনিয়ামের তৈরি এবং এটি প্রায় আড়াই লাখ বছরের পুরোনো।



২০০ বছর আগে পর্যন্ত অ্যালুমিনিয়াম সৃষ্টি করতে পারেনি মানুষ। তাই এই অ্যালুমিনিয়ামের খণ্ড নিশ্চয়ই কোনো মানব-সৃষ্টি নয়।

যদিও ঐতিহাসিকদের একাংশের মতে, ওই অ্যালুমিনিয়াম খণ্ড আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল