অ্যাপশহর

রেড অ্যালার্ট: কৃত্রিম দ্বীপের পর ভাসমান পরমাণু কেন্দ্র বানাচ্ছে চিন

কৃত্রিম ব-দ্বীপ তো আগেই তৈরি হয়ে গিয়েছিল। এখন সেই দ্বীপে বিদ্যুত্‍ পৌঁছে দেওয়ার জন্য তৈরি হচ্ছে ভাসমান পরমাণু বিদ্যুত্‍ সরবরাহ কেন্দ্র।

EiSamay.Com 23 Apr 2016, 6:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কৃত্রিম ব-দ্বীপ তো আগেই তৈরি হয়ে গিয়েছিল। এখন সেই দ্বীপে বিদ্যুত্‍ পৌঁছে দেওয়ার জন্য তৈরি হচ্ছে ভাসমান পরমাণু বিদ্যুত্‍ সরবরাহ কেন্দ্র। দক্ষিণ চিন সাগরে নিজের শক্তি বাড়াতেই ​চিন এটা করছে বলে মনে করা হচ্ছে।
EiSamay.Com after man made islands china to develop floating nuclear power plants
রেড অ্যালার্ট: কৃত্রিম দ্বীপের পর ভাসমান পরমাণু কেন্দ্র বানাচ্ছে চিন


হঠাত্‍ কেন এমন সিদ্ধান্ত?

চিনের সংবাদপত্র গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী, দ্বীপগুলি মূল ভূখণ্ড থেকে কয়েক হাজার মাইল দূরে সমুদ্রের মধ্যে অবস্থান করছে। ফলে সেখানকার পাওয়ার গ্রিড থেকে বৈদ্যুতিক তার টেনে সেখানে বিদ্যুত্‍ সংযোগ দেওয়া প্রায় অসম্ভব। তাই ভাসমান বড় বড় জাহাজের আকারে পরমাণু বিদ্যুত্‍ কেন্দ্র তৈরির করছে চিন।

তবে এমনটা অবশ্য নতুন নয়। এর অনেক আগে ১৯৬০-এর দশক থেকে মার্কিন সেনা যুদ্ধ জাহাজ এবং সাবমেরিনে পরমাণু রিঅ্যাক্টার ব্যবহার করে এসেছে। প্রথমে এগুলোর ব্যবহার হত ঝড়ের সময় মাঝ সমুদ্র থেকে তীরে ফেরার জন্য অতিরিক্ত শক্তির জোগান দেওয়ার দিতে। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে যুদ্ধের ধরনও পাল্টে গিয়েছে। তার সঙ্গে পাল্টেছে এই রিঅ্যাক্টার গুলির ব্যবহার।

তবে এর জন্য দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে। যদি কোনও কারণে চুল্লিতে ব্যবহৃত ধাতুর ছাই বা অবশিষ্টাংশ সমুদ্রের জলে মেশে তবে বড় মাপের দুষণ হতে পারে। যেমনটা হয়েছিল জাপানের ফুকুশিমা প্ল্যান্টে। বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণ চিন সাগরে নিজেদের কর্তত্ব বাড়াতে ওই দ্বীপগুলিতে সামরিক বেস তৈরি করেছে চিন। তার জন্য এই বিপুল পরিমাণ বিদ্যুত্‍ দরকার হয়ে পড়ছে সেখানে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল