অ্যাপশহর

সেনাশিবিরে আফগান জওয়ানের এলোপাথাড়ি গুলি, ঘায়েল ৩ মার্কিন সেনা

উত্তর আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে শনিবার এক আফগান সেনার হামলায় কমপক্ষে তিন মার্কিন জওয়ান ঘায়েল হয়েছেন।

EiSamay.Com 18 Jun 2017, 1:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তর আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে শনিবার এক আফগান সেনার হামলায় কমপক্ষে তিন মার্কিন জওয়ান ঘায়েল হয়েছেন।
EiSamay.Com afghan soldier opens fire on us troops 3 wounded official
সেনাশিবিরে আফগান জওয়ানের এলোপাথাড়ি গুলি, ঘায়েল ৩ মার্কিন সেনা


আফগান স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র মহম্মদ রদমানিশ ঘটনার কথা স্বীকার করে জানান, সরকারি ভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে গুলিতে কোনও বিদেশি সেনা মারা গিয়েছেন বলে খবর পাইনি।

জানা গিয়েছে, মাজার-ই-শরিফ শহরের কাছে শাহিন ক্যাম্পে এই 'গ্রিন-অন-ব্লু' হামলা হয়েছে। ঘটনার সময় আন্তর্জাতিক বাহিনী আফগান সেনাদের প্রশিক্ষণ দিচ্ছিল।

Afghan soldier opens fire on US troops, 3 wounded

প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে তিনি জানান, উত্তর আফগানিস্তানের ওই সামরিক বেসে এদিন তিন মার্কিন জওয়ান গিয়েছিলেন। সেসময় এক আফগান সেনা হঠাত্‍‌ই গুলি চালায়। তাতে তিন জনই জখম হয়েছেন। সংবাদ সংস্থার দাবি, হামলাকারী ওই আফগান জওয়ান গুলিতে নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও এক আফগান সেনা।

আফগানিস্তানে মাঝেমধ্যেই আন্তর্জাতিক বাহিনীকে 'গ্রিন-অন-ব্লু' অ্যাটাকের মুখোমুখি হতে হচ্ছে। আমেরিকার নেতৃত্বাধীন NATO বাহিনী উত্তর আফগানিস্তানের শাহিন সেনা শিবিরে মার্কিন সেনার জখম হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে, ঠিক কত জন মার্কিন সেনা এদিন জখম হয়েছেন, তার উল্লেখ অবশ্য করা হয়নি।

Afghan soldier opens fire on US troops, 3 wounded

আফগান সেনার সঙ্গে ভুল বোঝাবুঝি থেকেই অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছে ন্যাটো।

Afghan soldier opens fire on US troops, 3 wounded

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল