অ্যাপশহর

প্রশ্নে শান্তি প্রক্রিয়া, আফগান সরকারের সঙ্গে কথায় না তালিবানের

তালিবানরা এই সরকারি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে রাজি নয়। তাদের বক্তব্য, এই দলে সমাজের সমস্ত স্তরের প্রতিনিধিত্ব নেই। সরকারি প্রতিনিধিদলে বিরোধী আবদুল্লা আবদুল্লার সমর্থন আছে কি না, তা জানা যায়নি। যদিও প্রতিনিধিদলে কোনও পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছে কাবুল।

EiSamay.Com 30 Mar 2020, 3:42 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান সরকারের নিযুক্ত করা প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে অস্বীকার করল তালিবান। জঙ্গি গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এই প্রতিনিধি দলে সব পক্ষের প্রতিনিধিত্ব নেই। ফলে আফগানিস্তান সরকার এত দিন পর্যন্ত যা যা করেছে, তার পুরো খতিয়ান সেখানে পাওয়া যাবে না। তালিবান-আফগান শান্তি প্রক্রিয়ার মধ্যে নিঃসন্দেহে এটি একটি বড় ধাক্কা। আমেরিকা এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিল।
EiSamay.Com taliban 2


আমেরিকা তালিবানের সঙ্গে ফেব্রুয়ারি মাসে শান্তি চুক্তি স্বাক্ষর করে। তখনই বলা হয় আফগান সরকার ও তালিবানের মধ্যে শান্তি আলোচনা চলবে। কিন্তু তা হয়নি। আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির জন্য তা এগোতে পারেনি। তা ছাড়া তালিবানের সঙ্গে আফগান সরকারের যুদ্ধবিরতি ঘোষণা ও বন্দি মুক্তি নিয়েও মতানৈক্য দেখা দেয়। ফলে কথা আর এগোয়নি।

মুজাহিদের বক্তব্য, 'দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের জন্য সব পক্ষের প্রতিনিধিত্ব থাকা অত্যন্ত জরুরি। এখানে তা নেই।'

আফগান সরকারের অবশ্য বক্তব্য, এই প্রতিনিধিদল তৈরি করা হয়েছে সমাজের সব পক্ষের সঙ্গে কথা বলে। ফলে প্রত্যেকেরই প্রতিনিধিত্ব রয়েছে। প্রেসিডেন্ট আশরাফ ঘানির প্রতিদ্বন্দ্বী আবদুল্লা আবদুল্লা এই প্রতিনিধি দলকে সমর্থন দিচ্ছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। গত ২৫ তারিখেই মার্কিন বিদেশ সচিব কথা এগোচ্ছে না বলে, আফগানিস্তানকে হুমকি দেন ২০০ কোটি ডলার সাহায্য কমানো হবে।

পরের খবর