অ্যাপশহর

হাতির শুঁড়ে সিংহছানা! ক্রুগারের ভাইরাল ছবিতে বোকা বনল ২ কোটি!!

দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের তরফে বিশ্ববাসীকে এপ্রিল ফুল করার ফাঁদ ছিল।

EiSamay.Com 4 Apr 2018, 11:34 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সিংহীটি তার বাচ্চাকে মুখে করে হাঁটছিল। দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত সিংহীকে সাহায্য করতে এগিয়ে আসে এক হাতি। নিজের শুঁড়ে তুলে নেয় সিংহশাবকটিকে। পাশে নিশ্চিন্তে তার মা। এহেন ছবি বিশ্বে প্রায় ২ কোটি মানুষের কাছে পৌঁছয়। অরণ্যের এই সুখ-ছবি দেখে যারা আহ্লাদে আটখানা হয়েছেন, তাদের জানিয়ে রাখি, জাস্ট এপ্রিল ফুল হয়েছেন।
EiSamay.Com এই সেই ছবি
এই সেই ছবি


ওই ছবিটি আসলে ফটোশপড। দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের তরফে বিশ্ববাসীকে এপ্রিল ফুল করার ফাঁদ ছিল। ২ কোটি মানুষ সেই ফাঁদে পা দিয়ে বোকা বনেছেন। আসলে পয়লা এপ্রিল বিশ্ববাসীকে বোকা বানেত বিভিন্ন জন্তু-জানোয়ারের গতিবিধির ছবি পোস্ট করে ক্রুগার ন্যাশনাল পার্ক। যেগুলি আদপেই ঘটেনি। ঘটতে পারে না।

গত রবিবার ছবিটি সবচেয়ে বেশি ভাইরাল হয়, ভারত, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায়।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল