অ্যাপশহর

সিরিয়ায় গাডি়বোমা বিস্ফোরণ, নিহত ৮

সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রতিরক্ষা মন্ত্রক এই বিস্ফোরণের দায় চাপিয়েছে কুর্দিস বাহিনীর উপর। যারা চলতি বছর তুর্কির সামরিক বাহিনীর অভিযান চালানোর আগে সিরিয়া শহর নিয়ন্ত্রণ করত বলে জানা গিয়েছে।

EiSamay.Com 24 Dec 2019, 5:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তর সিরিয়ার রাক্কায় গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। জখম আরও একাধিক। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। মৃত ৮ জনের মধ্যে একজন মহিলা এবং একটি শিশুও রয়েছে। সোমবার তুর্কির প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই খবর জানা গিয়েছে।
EiSamay.Com syria_explosion


সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রতিরক্ষা মন্ত্রক এই বিস্ফোরণের দায় চাপিয়েছে কুর্দিস বাহিনীর উপর। যারা চলতি বছর তুর্কির সামরিক বাহিনীর অভিযান চালানোর আগে সিরিয়া শহর নিয়ন্ত্রণ করত বলে জানা গিয়েছে।

অন্য দিকে, সিরিয়ার একটি এফএম রেডিয়ো স্টেশন জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ২০ জন সাধারণ মানুষ আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে, স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে তাঁরা চিকিত্‍সাধীন।

সিরিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রস আল-আইন থেকে কিছুটা দূরে আর একটি বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছে। যদিও সেই বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

পরের খবর