অ্যাপশহর

কম্বোডিয়ায় বহুতল ভেঙে মৃত ৭, ধ্বংসস্তূপের নীচে আরও ৩০

দুর্ঘটনাটি ঘটেছে কম্বোডিয়ার সিহানোকভিল শহরে। নির্মাণ শ্রমিকরা কাজ করার সময়, তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে সাততলা ওই বাড়িটি ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে বাকি দেহ উদ্ধারের চেষ্টা চলছে।

EiSamay.Com 22 Jun 2019, 10:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার কম্বোডিয়ায় নির্মীয়মাণ একটি বহুতল ভেঙে কমপক্ষে ৭ জন মারা গিয়েছেন। ধ্বংসস্তূপের নীচে আরও অন্তত ৩০ জন আটকে রয়েছে বলে খবর। যাঁদের অধিকাংশই আবার নির্মাণশ্রমিক।
EiSamay.Com bylwxk7wxamzsl5gdfgn


দুর্ঘটনাটি ঘটেছে কম্বোডিয়ার সিহানোকভিল শহরে। নির্মাণ শ্রমিকরা কাজ করার সময়, তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে সাততলা ওই বাড়িটি ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে বাকি দেহ উদ্ধারের চেষ্টা চলছে।

সূত্রের খবর, বাড়িটি নির্মাণের দায়িত্বে ছিল একটি চিনা সংস্থা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল