অ্যাপশহর

সুস্থ হয়েও দক্ষিণ কোরিয়ায় ফের করোনা আক্রান্ত ৫১

করোনা থেকে সেরে উঠেও স্বস্তি নেই। একই ব্যক্তিকে দ্বিতীয় বার আক্রমণ করতে পারে করোনাভাইরাস। সতর্ক করল দক্ষিণ কোরিয়া। কারণ, সেরে উঠেও সেখানে পুনরায় করোনায় আক্রান্ত হয়েছেন এমন ৫১ জনের সন্ধান মিলেছে।

EiSamay.Com 9 Apr 2020, 11:26 pm
এই সময় ডিজিটালা ডেস্ক: বিশেষজ্ঞরা বলেন, কোনও ভাইরাস শরীরে দ্বিতীয় বার বাসা বাঁধতে পারে না। কারণ, শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। যা দ্বিতীয়বার ওই ভাইরাসকে শরীরে ধারেকাছে ঘেঁষতে দেয় না। সেই তত্ত্বকে কাজে লাগিয়ে সেরে ওঠা ব্যক্তিদের শরীর থেকে অ্যান্টিবডি নিয়ে, করোনার মোকাবিলা করার রাস্তা খুঁজছেন বিজ্ঞানীরা। তারই মধ্যে আর এক অঘটনের খবর দিল দক্ষিণ কোরিয়া। করোনাভাইরাসের মতিগতি যে চিকিত্সকেরাও বুঝে উঠতে পারছেন না, তা এর আগে অনেকেই স্বীকার করেছেন। কিন্তু দক্ষিণ কোরিয়ায় করোনা থেকে সম্পূর্ণ সেরে উঠেও, কয়েক দিনের মধ্যে ফের নতুন করে সংক্রমণ বাধিয়ে বসেছেন ৫১ জন।
EiSamay.Com corona sk


কয়েক বার রিপোর্ট নেগেটিভ আসার পরেই ওই রোগীদের বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু, দ্বিতীয়বার কী করে তাঁরা আক্রান্ত হলেন, সেই উত্তর হাতড়াচ্ছেন কোরিয়ান বিশেষজ্ঞরা। বিশ্বের যে ক'টি দেশ করোনার মোকাবিলায় সফল, তাদের মধ্যে অগ্রগণ্য দক্ষিণ কোরিয়া। তাদের তৈরি করোনা কিটের চাহিদাও রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে বৃহস্পতিবার সতর্ক করে বলা হয়েছে, করোনাভাইরাস একই ব্যক্তিকে দ্বিতীয়বার আক্রমণ করতে পারে। করোনা আক্রান্ত ৫১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরেও যে পুনরায় আক্রান্ত হয়েছেন, তা জানানো হয়।

কোরিয়ান বিশেষজ্ঞরা আরও যেটা লক্ষ করছেন, একদিন রিপোর্ট নেগেটিভ এলেও, পরদিন সেই ব্যক্তিরই রিপোর্ট আবার পজিটিভ আসছে। এ বিষয়েও সকলের সতর্ক হওয়া উচিত বলে মনে করে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪২৩। সবমিলিয়ে ২০৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৯৭৩জন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল