অ্যাপশহর

বরফে জমাট ৫০০০ মাছের উপর স্কেটিংয়ে বিতর্ক!

তীব্র সমালোচনার মুখে পড়েছে এই বিনোদন পার্কটি।

EiSamay.Com 28 Nov 2016, 6:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিনোদন পার্ক। তার ভিতরে রয়েছে। আইস স্কেটিং রিঙ্ক। বরফের মেঝে। তার উপর স্কেট করার সুযোগ। কিন্তু, এই বরফের মেঝে নিয়েই যত সমস্যা। পশ্চিম জাপানের কিতাকিয়ুশু শহরের স্পেশ ওয়ার্ল্ড পার্কের এই আইশ স্কেটিং রিঙ্ক-এর তলায় জমাটবাঁধা অবস্থায় রয়েছে ৫০০০ মাছ।
EiSamay.Com 5000 fish in ice at japan skating rink
বরফে জমাট ৫০০০ মাছের উপর স্কেটিংয়ে বিতর্ক!


এই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে এই বিনোদন পার্কটি। অনলাইনে পার্ক বন্ধের পিটিশন পর্যন্ত শুরু হয়ে গিয়েছে। পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘পার্ক খোলার পর প্রচুর সাড়া পেয়েছিলাম আমরা। হঠাৎ কেন এমন বলা হচ্ছে জানি না।’



মাছ সহ প্রায় ৫০০০ সামুদ্রিক প্রাণীকে বরফ করে রাখা হয়েছে। পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘সমুদ্রের অনুভূতি দেওয়ার জন্যই এই অভিনব পদ্ধতি। আর এই কারণেই এত জনপ্রিয়তা পার্কের।’ আরও জানানো হয়েছে, মরা মাছকেই বরফ করে রাখা হয়েছে।

তবে সমালোচনার জেরে এবার মরা মাছ রাখা হবে কিনা, ভাবতে শুরু করেছে কর্তৃপক্ষ।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল