অ্যাপশহর

কাবুলে সরকারি কর্মীদের বাসে বিস্ফোরণ, নিহত ৫

সম্প্রতি ধারাবাহিক বিস্ফোরণের জেরে, উদ-উল ফিতরের আগে নিশ্ছিদ্র নিরাপত্তা মুড়ে দেওয়া হয় কাবুল শহরকে। তার মধ্যেই এই বিস্ফোরণ। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নসরত রহিমি জানিয়েছেন, যে বাসটিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তাতে ছিলেন স্বাধীন প্রশাসনিক সংস্কার ও সিভিল সার্ভিস কমিশনের কর্মীরা।

EiSamay.Com 3 Jun 2019, 8:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার এক বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত আর ১০ জন। হতাহতরা সকলেই সরকারি কর্মী। সরকারি কর্মীদের একটি বাসেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর বিস্ফোরণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাসের নীচে ম্যাগনেটিক বোমা রাখা ছিল।
EiSamay.Com Kabul Blast


সম্প্রতি ধারাবাহিক বিস্ফোরণের জেরে, উদ-উল ফিতরের আগে নিশ্ছিদ্র নিরাপত্তা মুড়ে দেওয়া হয় কাবুল শহরকে। তার মধ্যেই এই বিস্ফোরণ। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নসরত রহিমি জানিয়েছেন, যে বাসটিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তাতে ছিলেন স্বাধীন প্রশাসনিক সংস্কার ও সিভিল সার্ভিস কমিশনের কর্মীরা।

এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় নেয়নি।

গত রবিবারই কাবুলে ইউনিভার্সিটি পড়ুয়াদের বাসে বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন। জখম হন ওই বাসে থাকা আরও ২৪ পড়ুয়া। হামলার দায় স্বীকার করে আইএস।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল