অ্যাপশহর

এবার পাক আকাশে দুর্ঘটনা, ৪৭ যাত্রী-সহ ভেঙে পড়ল বিমান

পাকিস্তানের অ্যাবটাবাদের কাছে নিখোঁজ হল যাত্রীবিমান। ঘটনায় অন্তত ৪৭ জন আরোহীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটি চিত্রল থেকে ইসলামাবাদ যাচ্ছিল।

EiSamay.Com 7 Dec 2016, 7:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের অ্যাবটাবাদের কাছে নিখোঁজ হল যাত্রীবিমান। ঘটনায় অন্তত ৪৭ জন আরোহীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটি চিত্রল থেকে ইসলামাবাদ যাচ্ছিল।
EiSamay.Com 47 passesngers feared dead as islamabad bound pia plane crashes
এবার পাক আকাশে দুর্ঘটনা, ৪৭ যাত্রী-সহ ভেঙে পড়ল বিমান


বুধবার দুর্ঘটনার কবলে পড়ল পাক আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর পিকে-৬৬১। দুপুর ৩-৩০ নাগাদ চিত্রল থেকে রওনা হয়ে ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৪-৪০ নাগাদ বিমানটির পৌঁছনোর কথা ছিল। কিন্তু অ্যাবটাবাদের কাছাকাছি হাভেলিয়াঁ অঞ্চলের আকাশসীমায় পৌঁছে আচমকা বিমানের সঙ্গে এয়ার কন্ট্রোল রাডারের সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায়।

পাক সেনাবাহিনীর সংবাদমাধ্যম আইএসপিআর-এর তরফে জানানো হয়েছে, নিখোঁজ বিমানের হদিশ পেতে তল্লাশি অভিযানে নেমেছে সামরিক বাহিনী ও হেলিকপ্টার। উধাও বিমানটি কোথাও ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ৪৭ জন আরোহীর মৃত্যু হয়েছে বলে পাক সেনার ধারণা।


পাক আন্তর্জাতিক এয়ারলাইন্সের মুখপাত্র দানিয়েল গিলানি এক বিবৃতিতে জানিয়েছেন, 'গভীর অনুতাপের সঙ্গে জানানো হচ্ছে, চিত্রল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে পাক আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর পিকে-৬৬১ হিসেবে ব্যবহৃত এটিআর-৪২ বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নিখোঁজ বিমানের খোঁজে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।'

# Flight PK-661 went missing near Abbottabad while it was on its way to Islamabad.
# Army troops and helicopters have been dispatched to the crash site for rescue efforts.
# Atleast 47 passengers have been feared dead.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল