অ্যাপশহর

অবশেষে মিলল পৃথিবীর মতোই 'বাসযোগ্য' দু'টি নতুন গ্রহ

পৃথিবীর মতোই আরও চারটি গ্রহের সন্ধান মিলল। আবিষ্কৃত চারটি গ্রহের মধ্যে দু'টিকে সুপার-আর্থ হিসেবে উল্লেখ করেন বিজ্ঞানীরা। যেগুলি রয়েছে 'হ্যাবিটেবল জোন'-এ।

EiSamay 10 Aug 2017, 6:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পৃথিবীর মতোই আরও চারটি গ্রহের সন্ধান মিলল। মহাকাশে নজরদারি চালানোর সময় সম্প্রতি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল এই গ্রহগুলির সন্ধান পায়।
EiSamay.Com 4 earth sized planets found orbiting nearest sun like star
অবশেষে মিলল পৃথিবীর মতোই 'বাসযোগ্য' দু'টি নতুন গ্রহ


তাঁরা জানাচ্ছেন, পৃথিবীর খুব কাছেই রয়েছে সূর্যের মতোই এক নক্ষত্র, যার নাম 'তাউ-সেটি'। পৃথিবী থেকে খালি চোখেই এই নক্ষত্রটিকে দেখা যায়। এই 'তাউ-সেটি'কে ঘিরেই নিজস্ব কক্ষপথে আবর্ত হচ্ছে গ্রহগুলি। আয়তনে যারা পৃথিবীরই মতো। তবে ভর পৃথিবীর তুলনায় কম।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে প্রায় ১২ আলোকবর্ষ দূরে রয়েছে সূর্যের ন্যায় এই নক্ষত্রটি। আবিষ্কৃত চারটি গ্রহের মধ্যে দু'টিকে সুপার-আর্থ হিসেবে উল্লেখ করেন বিজ্ঞানীরা। যেগুলি রয়েছে 'হ্যাবিটেবল জোন'-এ। অর্থাত্‍‌ এই গ্রহদু'টি 'বাসযোগ্য' বলেই তাঁরা দাবি করেছেন। এগুলির পৃষ্ঠে জল রয়েছে বলে বিজ্ঞানীদের অনুমান।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল