অ্যাপশহর

রমজানের সময় খোলামেলা পোশাকে কেন? ৩৯ যুবতীকে ‘চাবুকের শাস্তি’ এই দেশে!

রমজান চলাকালীন অশালীন পোশাক যাতে কেউ না পরে, তার জন্য ৯ ঘণ্টার সরকারি অভিযান চালানো হয়।

Others 14 May 2019, 6:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রমজান মাসে কেন অশালীন পোশাক পরেছেন? এই 'অপরাধে' ৩৯ জন যুবতীকে চাবুক পেটা করা হল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালয়েশিয়ার কেলানতান প্রদেশে।
EiSamay.Com Malaysia
অভিযানে সামিল ছিল পুলিশও।


রাজ্যের ধর্ম দফতরের তরফে এই শাস্তি দেওয়া হয়েছে বলে প্রকাশিত সে দেশের সংবাদমাধ্যমে। জানা গেছে, রমজান চলাকালীন অশালীন পোশাক যাতে কেউ না পরে, তার জন্য ৯ ঘণ্টার সরকারি অভিযান চালানো হয়। পুলিশ ও সরকারি আধিকারিক মিলিয়ে এই অভিযানে সামিল হন ৭০ জন। তল্লাশি চলে দেশের উত্তর-পূর্বের বিভিন্ন অংশে।

এরপরই পোশাক আইন মানেনি এমন ৩৯ জন যুবতীর খোঁজ মেলে। যৌন আবেদনকারী পোশাক নিষিদ্ধ আইনে তাঁদের শাস্তি দেওয়া হয়। সতর্ক করা হয়েছে আরও ৮ জনকে।

ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলে দফতরের তরফে জানানো হয়েছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল