অ্যাপশহর

বিশাল আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল বিমানবন্দর, চলছে অবিরাম গুলি! হত ৩

মাগাদিশু শহরে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর বেসক্যাম্পের সামনে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

EiSamay.Com 2 Jan 2017, 7:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইস্তানবুলের পর এবার সোমালিয়ার মোগাদিশু। নতুন বছরের শুরুতেই জঙ্গি হামলার শিকার হলেন ৩ জন। ঘটনায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব জড়িত বলে মনে করা হচ্ছে।
EiSamay.Com 3 dead as suicide blast and heavy gunfire rock somalia
বিশাল আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল বিমানবন্দর, চলছে অবিরাম গুলি! হত ৩


মাগাদিশু শহরে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর বেসক্যাম্পের সামনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ​ আজ বিস্ফোরণ ভর্তি গাড়ি নিয়ে বেস ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। শান্তিরক্ষা বাহিনীর ক্যাম্পের পাশেই বিমানবন্দর। বিস্ফোরণের ফলে কেঁপে ওঠে এলাকা। ধোঁয়াতে ঢেকে যায় আকাশ। সেই ছবি ট্যুইটারে ভাইরাল হয়ে গেছে।

বিস্ফোরণের পরই চালাতে থাকে গুলি হামলা। জঙ্গি হামলায় ৩ নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। জঙ্গিদের পালটা গুলি চালায় নিরাপত্তাকর্মীরাও। এখনও দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলছে বলে খবর।

রবিবারই ইস্তানবুলের এক নাইটক্লাবে সান্তাক্লজের পোশাকে হামলা চালায় জঙ্গিরা। হামলায় কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল