অ্যাপশহর

মায়ানমারের জল উত্‍‌সবে মৃত ২৮৫

একে অপরের গায়ে জল ছুড়েই পালিত হয় এই উত্‍‌সব, যা মায়ানমারের বর্ষবরণ উত্‍‌সব।

EiSamay.Com 18 Apr 2017, 7:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মায়ানমারে জল উত্‍‌সবে মৃত্যু হল ২৮৫ জনের। আহত ১ হাজার ৭৩ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে বলেই আশঙ্কা।
EiSamay.Com 285 killed during myanmar water festival
মায়ানমারের জল উত্‍‌সবে মৃত ২৮৫


থিংগিয়ান জল উত্‍‌সব মায়ানমারের প্রাচীন ঐতিহ্য। একে অপরের গায়ে জল ছুড়েই পালিত হয় এই উত্‍‌সব, যা মায়ানমারের বর্ষবরণ উত্‍‌সব। বার্মিজ ক্যালেন্ডার অনুযায়ী এই উত্‍‌সব এপ্রিলের মাঝামাঝি কোনও একটি তারিখে হয়, চার বা ৫ দিন ব্যাপী। এবারের উত্‍‌সব হয় বৃহস্পতিবার থেকে রবিবার।

গত বছরের মতো এ বছরও উত্‍‌সবের নামে চলে ব্যাপক তাণ্ডব। পুলিশের কাছে প্রায় ১২০০ অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। একে অপরকে ভেজানোর উত্‍‌সবের নামে চলেছে খুন, গাড়ি দুর্ঘটনা, ড্রাগ সেবন, চুরি, সংগঠিত অপরাধ, দাঙ্গা। মৃত্যু হয়েছে ২৮৫ জনের। নে পি ত, ইয়াঙ্গন থেকে শুরু করে মান্দালয়-- দেশের সব জায়গায় একাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত বছর এই উত্‍সবে মৃত্যু হয়েছিল ২৭২ জনের।‌

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল