অ্যাপশহর

ইরান থেকে দেশে ফিরলেন ২৭৭ ভারতীয়, রাখা হবে যোধপুর মিলিটারি স্টেশনে

বুধবার থেক বিভিন্ন রাজ্য লকডাউন শুরু হয়। মঙ্গলবার সন্ধেবেলা জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন আগামী ২১ দিন সম্পূর্ণ লকডাউনে থাকবে গোটা দেশ। আর এর মধ্যে

EiSamay.Com 25 Mar 2020, 11:03 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার সকালেই ২৭৭ জন যাত্রী থেকে নিয়ে যোধপুরে ফিরল বিমান৷ এঁদের প্রত্যোকেই স্ক্রিনিং করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ তবে বিমান থেকে নামার পর যোধপুরের মিলিটারি স্টেশনে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে৷ সেনাবাহিনী রাজস্থান স্ট্রেট মেডিকেল অথরিটির এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সঙ্গে যোগযোগ করে যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করছে৷ ওই সেনা ক্যাম্পের চিকিৎসকরা তাঁদের চিকিৎসা করবেন বলে জানা গিয়েছে৷
EiSamay.Com ফিরল বিমান
ফিরল বিমান




করোনাভাইরাসে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে তেহেরান-সহ পুরো ইরানে৷ এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে৷ মারা গিয়েছেন দেড় হাজেরের বেশি৷ গত সপ্তাহেই লাদাখের তিন বাসিন্দা ইরানে তীর্থ করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ এর আগে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছিল, ইরানে ২৫৫ জন ভারতীয় তীর্থযাত্রীর শরীরে COVID19 ভাইরাস পাওয়া গিয়েছে৷ ১৯ মার্চ ইরানে এক ভারতীয়র মৃত্যুর কথা জানিয়েছিল ভারত সরকার৷ এ দিন সেখান থেকেই এদিন দেশে ফেরে বিমান৷

এর মধ্যে বুধবার করোনায় ফের মৃত্যু হল দেশে। COVID-19-এ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল তামিলনাড়ুতে। এ দিন ভোররাতে এক ৫৪ বছরের রোগীর মৃত্যুর খবর জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১১।

আরও পড়ুন: LIVE করোনার গ্রাসে বিশ্ব: সুস্থ হয়ে ফিরেছেন ১ লক্ষেরও বেশি মানুষ

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল