অ্যাপশহর

মার্কিন স্পেলিং বি কনটেস্টে বাজিমাত, যুগ্মজয়ী দুই ভারতীয়

বিশ্বের সব থেকে সম্মানীয় বানান প্রতিযোগিতা যার পোশাকি নাম ইউএস স্পেলিং বি কনটেস্ট।

EiSamay.Com 27 May 2016, 12:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বের সব থেকে সম্মানীয় বানান প্রতিযোগিতা যার পোশাকি নাম ইউএস স্পেলিং বি কনটেস্ট। আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় কয়েক হাজার পড়ুয়া। সেখান থেকে বাছাই কয়েকজনই পৌঁছাতে পারে চূড়ান্ত পর্বে। এবছর সেই প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করল দুই ইন্দো-আমেরিকান পড়ুয়া। তার মধ্যে এক জন এখনও পর্যন্ত যত জন বিজয়ী হয়েছে তাদের মধ্যে কনিষ্ঠতম।
EiSamay.Com 2 young indian americans win us spelling bee in historic tie
মার্কিন স্পেলিং বি কনটেস্টে বাজিমাত, যুগ্মজয়ী দুই ভারতীয়


স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি প্রতিযোগিতায় এ বছর যুগ্মভাবে প্রথম হয়েছে ১৩ বছরের জয়রাম জগাদীশ হাঠওয়ার এবং ১১ বছরের নীহার সাইরেড্ডি জঙ্গা। পঞ্চম শ্রেণীর পড়ুয়া নীহার টেক্সাসের বাসিন্দা এবং সপ্তম শ্রেণীর ছাত্র জয়রাম নিউ ইয়র্কের বাসিন্দা। উল্লেখ্যযোগ্য চূড়ান্ত ১০ জন প্রতিযোগীর মধ্যে ৭ জনই ভারতীয় বংশোদ্ভূত।

তৃতীয় স্থানে রয়েছে ক্যালিফর্নিয়া নিবাসী অষ্টম শ্রেণীর স্নেহা গণেশ কুমার। গত বছর চতুর্থ স্থানে ছিল স্নেহা। আরও যে চার জন ভারতীয় বংশোদ্ভূত এই প্রতিযোগিতায় প্রথম দশ জনের মধ্যে জায়গা করে নিয়েছে তারা হল হৃত্বিক গান্ধাশ্রী, শ্রীনিকেত ভোগোতি, জাসুন পালুরু এবং স্মৃতি উপাধ্যায়য়ুলা।

২৪তম রাউন্ডে গিয়ে নীহার 'gesellschaft' শব্দটির সঠিক বানান করে নীহার এবং 'Feldenkrais' শব্দটির সঠিক বানান লেখে জয়রাম। এর পরেই তারা চলে যায় চূড়ান্ত রাউন্ডে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল