অ্যাপশহর

'সুইসাইড বোম্বার'দের ২ জন কলম্বোর সম্পন্ন মুসলিম পরিবারের, সম্পর্কে দুই ভাই

ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে ১০ ভারতীয়-সহ এখনও পর্যন্ত ৩২০ জনের মৃত্যু হয়েছে। আহত পাঁচ শতাধিক। তদন্তকারীদের দাবি, শ্রীলঙ্কার তিনটি লাক্সারি হোটেলের মধ্যে দু'টিতে আত্মঘাতী হামলা চালানোর দায়িত্ব পড়েছিল ওই দুই ভাইয়ের উপর।

EiSamay.Com 23 Apr 2019, 8:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার সুইসাইড বোম্বারদের মধ্যে আরও দু-জনকে শনাক্ত করতে পেরেছেন তদন্তকারীরা।
EiSamay.Com স্বজনহারা কান্না...
স্বজনহারা কান্না...


মঙ্গলবার কলম্বো পুলিশ দাবি করে, 'সুইসাইড বোম্বার'দের ওই দলে দু-জন ছিল, যারা মুসলিম, সম্পর্কে দুই ভাই। তাদের বাবা কলম্বোর সম্পন্ন মসলা কারবারি।' ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে ১০ ভারতীয়-সহ এখনও পর্যন্ত ৩২০ জনের মৃত্যু হয়েছে। আহত পাঁচ শতাধিক।

তদন্তকারীদের দাবি, শ্রীলঙ্কার তিনটি লাক্সারি হোটেলের মধ্যে দু'টিতে আত্মঘাতী হামলা চালানোর দায়িত্ব পড়েছিল ওই দুই ভাইয়ের উপর। তিনটি হোটেলের সঙ্গে তিনটি গির্জাও ছিল সন্ত্রাসবাদীদের নিশানায়। তদন্তের প্রাথমিক পর্যায়ে যেটা সামনে এসেছে, আরও একটি বিলাসবহুল হোটেলও সন্ত্রাসবাদীদের নিশানায় ছিল। কিন্তু, তা কোনও কারণে ব্যর্থ হয়। না হলে হতাহতের সংখ্যা আরও বাড়ত।

নাশকতার পর....


তবে, আত্মঘাতী বোমারু ওই দুই মুসলিম ভাইয়েরা পরিচয় এদিন ফাঁস করেনি কলম্বো পুলিশ। বয়স জানা গিয়েছে, পঁচিশের আশপাশে। পুলিশের দাবি, এই দুই ভাই শ্রীলঙ্কার কট্টরপন্থী সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত (NTJ)P-এর সদস্য ছিল। ইসলামিক স্টেট এই হামলার দায় নিলেও, শ্রীলঙ্কা সরকার তৌহিদ জামাতকেই নাশকতার জন্য সন্দেহ করছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল