অ্যাপশহর

মেরিল্যান্ডের বন্দুকবাজ ওই স্কুলেরই ছাত্র, গুলি ২ সহপাঠীকে

ঠিক কত জন জখম, এখনও তা জানা যায়নি।

EiSamay.Com 20 Mar 2018, 11:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মেরিল্যান্ডের স্কুলে হামলাকারী বন্দুকবাজ সেখানকারই ছাত্র। নিজেরই দুই সহপাঠীকে সে গুলি করে। তাকে নিরস্ত্র করতে স্কুলের নিরাপত্তারক্ষীরা গুলি চালাতে বাধ্য হয়। দুই সহপাঠীর সঙ্গে সে-ও এখন হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ২ পড়ুয়ার অবস্থাই আশঙ্কাজনক।
EiSamay.Com 2 critically wounded after student opens fire in us school attacker shot
মেরিল্যান্ডের বন্দুকবাজ ওই স্কুলেরই ছাত্র, গুলি ২ সহপাঠীকে


ABC News-সূত্রে খবর, ওয়াশিংটন থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে সেন্ট মেরি'স কাউন্টির গ্রেট মিলস হাইস্কুলে মঙ্গলবার এই হামলা হয়।



CNN-কে টেলিফোনে দেওয়া সাক্ষাত্‍‌কারে ওই স্কুলেরই এক ছাত্র জানায়, একঘণ্টার বেশি সময় ধরে তারা ক্লাসরুমের ভিতরে ছিল। নিরাপত্তার কারণেই বাইরে বেরোতে দেওয়া হয়নি। ক্লাসরুমের দরজা তালাবন্ধ করে দেওয়া হয়েছিল। তবে, সে নিজে গুলির শব্দ শোনেনি।

কাউন্টি শেরিফ টিমোথি ক্যামেরন জানান, কী কারণে দুই সহপাঠীকে ওই ছাত্র গুলি করেছে, তা এখনও জানা যায়নি। তিন জনের কেউই কথা বলার মতো অবস্থায় নেই। তবে, স্কুলের নিরাপত্তারক্ষীদের গুলিতে হামলাকারী বন্দুকবাজ জখম হয়েছে নাকি সে নিজেই নিজেকে গুলি করে, তা নিশ্চিত করে বলতে পারেননি শেরিফ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ ২ জনের একজন ছাত্র, অন্য জন ছাত্রী।

গত ফেব্রুয়ারিতেই ফ্লোরিডার এক স্কুলে বন্দুকবাজের হামলায় ১৭ জন মারা যায়।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল