অ্যাপশহর

করোনার করাল গ্রাসে আমেরিকা, বন্ধ হয়ে গেল ২ ব্যাংক

বন্ধ হয়ে যাওয়া ব্যাংকগুলি আয়তনে বড় না হলেও এগুলি বহু মানুষের বড় ভরসা ছিল। ২০১৯ সালে আমেরিকায় মোট চারটি ব্যাংক বন্ধ হলেও বছরের প্রথম চার মাসে এমন কোনও ঘটনা ঘটেনি। ২০১৮ সালে কোনও ব্যাংক বন্ধ হয়নি।

EiSamay.Com 10 Apr 2020, 7:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা সংকটে আমেরিকায় বন্ধ হয়ে গেল দু'টি ব্যাংক। এর মধ্যে একটি ওয়েস্ট ভার্জিনিয়ার এবং অন্যটি নেবরাসকা প্রদেশের। ব্যাংকগুলি সে অর্থে আয়তনে বড় না হলেও এই ঘটনা মার্কিন অর্থনীতিতে করোনার করাল গ্রাসের প্রতিফলন বলেই মত বিশেষজ্ঞদের।
EiSamay.Com ban 2


আমেরিকায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে ঘরের বাইরে পা না রাখার নির্দেশ দিয়েছেন ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর। এই পরিস্থিতিতে গত সপ্তাহে The First State Bank নামে একটি ব্যাংককে বন্ধ করার নির্দেশ দেয় প্রশাসন। এই প্রসঙ্গে সরকারিভাবে জানানো হয়েছে, ২০১৫ সাল থেকেই মূলধন এবং অনাদায়ী ঋণের সমস্যায় ভুগছিল First State Bank। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকের আর্থিক রিপোর্টে মূলধনের পরিমাণ একেবারে তলানিতে এসে ঠেকেছিল। এই অবস্থায় যুক্তরাষ্ট্রীয় এবং প্রাদেশিক আইন অনুসারে বেসরকারি এই ব্যাংকটিকে কাজকর্ম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায় না বলে সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, বন্ধ হয়ে যাওয়া First State Bank-এর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১৫২.৪ মিলিয়ন মার্কিন ডলার এবং জমা রাশির পরিমাণ ছিল ১৩৯.৫ মিলিয়ন মার্কিন ডলার। বন্ধ হওয়ার সময় তাদের মোট চারটি শাখা ছিল।

করোনা সংক্রমণের শুরুর দিকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নেবরাসকা ভিত্তিক Ericson State Bank-কে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় প্রাদেশিক সরকার। সেইসঙ্গে ফেডারেল ডিপোজিট ইনসিওরেন্স কর্পোরেশনকে রিসিভার নিয়োগ করা হয়। এই ব্যাংকের কোনও শাখা না থাকলেও প্রায় ১০০.৯ মার্কিন ডলারের সম্পত্তি এবং ৯৫.২ মিলিয়ন মার্কিন ডলার জমা রাশি ছিল।

পরের খবর